Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক প্রতিযোগিতা

"সাপ্তাহিক প্রতিযোগিতা ০২"
কবিতা- ধূসর আকাশ
অ্ংশূমান রায়
১৭/০৩/২০২০

চির নিদ্রায় শায়িত তুমি
পাথরের মত নিথর তোমার দেহ,
কয়েক মুহুর্ত আগেও জীবনটা ছিল সতেজ
প্রাণখোলা হাসি, উন্মত্ত যৌবন, উষ্ণ রক্তের
বাঁধ ভাঙা আবেগ, যেন হ…


"সাপ্তাহিক প্রতিযোগিতা ০২"
কবিতা- ধূসর আকাশ
অ্ংশূমান রায়
১৭/০৩/২০২০

চির নিদ্রায় শায়িত তুমি
পাথরের মত নিথর তোমার দেহ,
কয়েক মুহুর্ত আগেও জীবনটা ছিল সতেজ
প্রাণখোলা হাসি, উন্মত্ত যৌবন, উষ্ণ রক্তের
বাঁধ ভাঙা আবেগ, যেন হঠাৎ করেই হল স্তব্ধ।
ধীরে ধীরে তুমি চলে গেলে অতল এক স্বর্গীয় রাজ্যে।
আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো।
কিন্তু! হে ভগবান এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কি দরকার ছিল?
পাণচছল,যে দেহটা অকালে নিভৃতে
আমাদের সকলকে ছেড়ে চিরদিনের মতো
বিনিদ্র  নিদ্রায় শায়িত,,
তার কি সত্যিই কোনো দরকার ছিল?
না, সত্যিই দরকার ছিল না,।
ছিল না এরকম অনাবিল, অফুরন্ত, সদ্য যৌবন
বিকশিত হওয়া কূসুমটির প্রস্ফুটিত হওয়ার আগেই নুইয়ে পড়া।
ঈশ্বর তুমি পরম কল্যাণময়।
তরুন আত্মার শান্তি প্রদান কর।
যেখানেই তুমি থাকো বন্ধু,
জেনো তোমার সাথে আমরা সবাই
আছি, 
থাকব সদা, সর্বদা, আজন্ম।