Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#বার্ধক্য 
সময়ের আকাল এখন আমারকর্ম জোয়ারে ভেসেবেলাশেষে জীবনের ভাঁজেথমকাবে অবশেষে।
হিসাবের কাঁটা চলেছে বয়েআজ দেখার সময় কইতারুণ্য যখন মিলায় স্রোতেবৃদ্ধ বৈ তো নই ! 
অন্তর বলে আছে অবহেলাবোধহয় সত্যি নয় ! বয়সের ভারে হাহাকার মনখোঁজে সে সবু…


 #বার্ধক্য 
সময়ের আকাল এখন আমারকর্ম জোয়ারে ভেসেবেলাশেষে জীবনের ভাঁজেথমকাবে অবশেষে।
হিসাবের কাঁটা চলেছে বয়েআজ দেখার সময় কইতারুণ্য যখন মিলায় স্রোতেবৃদ্ধ বৈ তো নই ! 
অন্তর বলে আছে অবহেলাবোধহয় সত্যি নয় ! বয়সের ভারে হাহাকার মনখোঁজে সে সবুজ সময়।
চারিধারে থাকা চেনা যা কিছুহঠাৎ অচেনা লাগে!নিজ গৃহবাস যেন কারাগার চিত্তে বিরহ জাগে।
সোজা কথা আকাবাঁকা লাগেস্মৃতিও বেয়ারা বড়!মিথ্যে ভুলের জড়ানো মাফলারেভাবনাও জড়সড়।
ঢলে যাওয়া পল যেদিন দেবেআমারও দুয়ারে হানাচেনা পরিসরে কালের জঠরে রবে ওপারের কালগোনা!
আগামীর থেকে কিছুটা সময়যদি ধারেতে খানিক পেতাম,কিছু হেসেখেলে,কিছু অবহেলেব্যস্ত সফরে এ তরী বাইতাম।
..........শম্পা