পৈশাচিক অনুভূতি গৌতম সোম
রক্তাক্ত দেওয়াল আর লাল দেওয়ালের বিচক্ষণতা, নিস্তব্ধ যুদ্ধ আর সেই যুদ্ধের ভয়াভয়তা, আত্মরক্ষার প্রতিধ্বনি সেই প্রতিধ্বনির অরক্ষিত স্বাধীনতা, সম্পর্কের মৃত্যু, মৃত্যুমাঝে ধ্বংসাত্মক মানব-সভ্যতা, লন্ডভন্ড মাত…
পৈশাচিক অনুভূতি
গৌতম সোম
রক্তাক্ত দেওয়াল
আর লাল দেওয়ালের বিচক্ষণতা,
নিস্তব্ধ যুদ্ধ
আর সেই যুদ্ধের ভয়াভয়তা,
আত্মরক্ষার প্রতিধ্বনি
সেই প্রতিধ্বনির অরক্ষিত স্বাধীনতা,
সম্পর্কের মৃত্যু,
মৃত্যুমাঝে ধ্বংসাত্মক মানব-সভ্যতা,
লন্ডভন্ড মাতৃভূমি,
মাতৃভূমির কোলে কুয়াশাচ্ছন্ন স্পর্শকাতরতা,
দীর্ঘশ্বাসের চেনাবৃত্ত,
চেনাবৃত্তে লুন্ঠিত স্বল্পদৈর্ঘ্যের অব্যক্ত যোগ্যতা,
খাঁচাবন্দি সঞ্চিত আবেগ,
আবেগে ছারখার বিদগ্ধ আত্মার বহমান গোপনীয়তা , প্রেমের ভোরে কম্পিত স্বর,
কম্পিত স্বরে অনিশ্চিত শৈল্পিক জনদরদি শুন্যতা,
===== সবই আজ শ্রেষ্ঠ সৃষ্টির সহজাত প্রবৃত্তি, আত্মহননের অহংকারে, একাকিত্বের সৎকারে,
প্রতিষ্ঠিত স্বপ্নের পৈশাচিক অনুভূতি l
(মূল রচনা সংরক্ষিত)