রাখীবন্ধন উৎসবে করোনা সচেতনতায় পূর্ব মেদিনীপুর জেলাপুলিশ পথচলতি মানুষের হাতে তুলে দিলেন মাস্ক এবং স্যানিটাইজার।
বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস নিয়ে সকলেই উদ্বিগ্নে রয়েছেন। আগামীদিনে কি হবে তা নিয়ে ভাবাচ্ছে সকলকে। রাখীবন্ধন …
রাখীবন্ধন উৎসবে করোনা সচেতনতায় পূর্ব মেদিনীপুর জেলাপুলিশ পথচলতি মানুষের হাতে তুলে দিলেন মাস্ক এবং স্যানিটাইজার।
বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস নিয়ে সকলেই উদ্বিগ্নে রয়েছেন। আগামীদিনে কি হবে তা নিয়ে ভাবাচ্ছে সকলকে। রাখীবন্ধন উৎসবের দিনে জেলার মানুষকে সচেতন করতে পথে নামল জেলাপুলিশ। রাখীর পরিবর্তে পথচলতি মানুষদের করোনা নিয়ে সচেতনতা করার পাশাপাশি যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদের মাস্ক পরিয়ে জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব। পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন মহকুমার পাশাপাশি এদিন জেলা সদর তমলুকে পুলিশ সুপার সুনীল কুমার যাদব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম এম হাসান সহ পুলিশ কর্তারা উপস্থিত থেকে রাখীর পরিবর্তে মাস্ক তুলে দিলেন পথচলতি মানুষের হাতে। সেই সাথে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়েও পথচলতি মানুষদের সচেতন করা জন্য দুটি ট্যাবলো উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুনিল কুমার যাদব।
রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি প্রতিষ্ঠান গুলিতে " বাংলা আমার মা" নামক মাস্ক দেওয়া হয়েছে। সেই মাস্ক সাধারন মানুষকে পরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা।।