Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম-- একমুঠো ভাতকলম-- সৌমিত্র আচার্য তারিখ--১৯|০১|২১
একমুঠো ভাত
ভাতের যুদ্ধ সীমান্ত জুড়ে দুমুঠো টাটকা টাটকা ভাত..ওরা কেউ বাবা কেউ বৃদ্ধ বৃদ্ধার একমাত্র সম্বল।পাগলীটা কাল রাত থেকে কেঁদে যাচ্ছে একটু খেতে দ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম-- একমুঠো ভাত

কলম-- সৌমিত্র আচার্য 

তারিখ--১৯|০১|২১


একমুঠো ভাত


ভাতের যুদ্ধ সীমান্ত জুড়ে 

দুমুঠো টাটকা টাটকা ভাত..

ওরা কেউ বাবা কেউ বৃদ্ধ বৃদ্ধার একমাত্র সম্বল।

পাগলীটা কাল রাত থেকে কেঁদে যাচ্ছে 

একটু খেতে দেনা বাপ দুমুঠো ক্ষুদের ভাত ..

ঝুটেছে কপালে সদ্য গজিয়ে ওঠা ডমিনোজের বাসি কিছু পিৎজা ..

নতুন চালের সময় এখন দিকে দিকে নবান্ন উৎসব 

একফসলা জমি উর্বর হয়েছে বিষাক্ত রাসায়নিকে...

মাটি কাঁদে চোখের জলে বলে যায় আমি মা হতে চাই রক্ষিতা করিসনা আর...

সন্ধ্যা নামার আগে ধান ভাঙছে সাওতাল রমণী কোলে সদ্য আসা ন মাসের শিশু,

কিছুটা গরম ভাতের ঘ্রাণে ভরে উঠুক সংসার।

ভাত কখনো কর্পূর হবে উড়ে যাবে ওই নীল আকাশের পোড়া তারার সাথে ..

ছিয়াত্তরের দিন গুলো বড়ো হা ভাতে, কঙ্কাল গুলো 

ক্রমশ আবার আসছে ...

এক মুঠো খেতে দিবি মা,

ও কৃষক তুমি আবার ঈশ্বর হও 

তোমার লাঙল হোক মারণাস্ত্র ওই মজুতদারের গোলায়....

***সৌমিত্র আচার্য @@@