কাজল মাইতি, দেশ মানুষ: হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। জেলা জুড়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কোমর বেঁধে নামছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্…
কাজল মাইতি, দেশ মানুষ: হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। জেলা জুড়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কোমর বেঁধে নামছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনই যাতায়াত থেকে নিরাপত্তা— সব ক্ষেত্রেই একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, চলতি বছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৪৮১ জন। গত বছর এই সংখ্যাটি ছিল ৬৬ হাজার ৭৭৮। পরিসংখ্যান বলছে, এ বারও ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।
ছাত্র: ৩২ হাজার ৫৮২ জন
ছাত্রী: ৩৪ হাজার ৮৯৯ জন
পরীক্ষাকেন্দ্র: মোট ১১৫টি (এর মধ্যে মেন সেন্টার ৬৭টি এবং সাব সেন্টার ৪৮টি)।
স্কুলের সংখ্যা ৯৭০টি।
পরীক্ষার্থীদের জন্য এ বার বড় স্বস্তির খবর শুনিয়েছে জেলা বাস সংগঠন। যানজট বা পরিবহণ সমস্যা যাতে পরীক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সংগঠনের তরফে জানানো হয়েছে, জেলায় চলাচলকারী প্রায় ৯৫০টি বাসে পরীক্ষার্থীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। লোকাল হোক বা এক্সপ্রেস— কেবল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড দেখালেই কোনও ভাড়া লাগবে না।
পরীক্ষার দিনগুলিতে যানজট রুখতে কড়া পদক্ষেপ করছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর
পরীক্ষা শুরু ও শেষের সময় স্কুল সংলগ্ন এলাকায় ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় ও রাজ্য সড়কগুলিতে সর্বক্ষণ পুলিশি টহলদারি ও নজরদারি চলবে।
পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও দেরি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হবে।
সব মিলিয়ে, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসন, পরিবহণ দফতর এবং পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রেখে চূড়ান্ত প্রস্তুতি সারা হচ্ছে।