Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কলমে - অভিজিৎ পল্ল্যেশিরোনাম-না বলা গল্প তারিখ - ১৯. ০১২০২১
-না বলা গল্প -বুড়ো বটগাছ, তোমার গল্প শুনতে এলাম |এখানে কেউ তো আসেনা, আমি এলাম |তুমি আমি আর আজ মন খুলে দেবো,যত ব্যাথা, যত ভালোলাগা ,যত কল্পনা,সব মিলেমিশে এক হয়ে যাক আজ সম…

 


কলমে - অভিজিৎ পল্ল্যে

শিরোনাম-না বলা গল্প 

তারিখ - ১৯. ০১২০২১


-না বলা গল্প -

বুড়ো বটগাছ, তোমার গল্প শুনতে এলাম |

এখানে কেউ তো আসেনা, আমি এলাম |

তুমি আমি আর আজ মন খুলে দেবো,

যত ব্যাথা, যত ভালোলাগা ,যত কল্পনা,

সব মিলেমিশে এক হয়ে যাক আজ সম্মুখে ৷

তোমার বিস্তীর্ণ ছায়ায় কত প্রাণ,

লতাপাতা মোড়া আগাছারা - জড়ো হয়ে আছে ৷

তাদেরও কিছু গল্প আছে তোমার সাথে,

এই স্থির দীর্ঘ সময় যাত্রার সে গোপন কথা ,

একে একে পাখনা মেলুক ,আমার মনের ক্যানভাসে ৷

কত মেঘ উড়ে গেছে ,কত ঝড় বয়ে গেছে,

কত পাখি ,পোকা, পিঁপড়েরা আশ্রয় নিয়েছে,

তোমার দৃড়প্রাণ বুকের শীতল ছায়ায় ৷

কত রাখাল হিসেবী কত বেহিসেবী,

একে একে জড়ো হতো দগ্ধ গৃষ্মের অবকাশে ৷

তার পর করা একদিন ইট কাঠ পাথরে ,

ঘিরে দিলো তোমার সবুজ আঙীনা বেড়জালে ৷

কেউ এসে লেপে দিলো সিঁদুর তোমার গায়ে,

তার পর শুরু হল কামনার সুতো বাঁধা ৷

তোমার হাতে, পায়ে বাঁধা পড়ল অনিশ্চিত ভবিষ্যতেরা |

ধুলো ধোঁয়া আর ভৌতিক আচাড়ে তুমি হলে দেবী ৷

তোমার দুহাত বিস্তীর্ণ দান ,ফিকে হল রঙ্গিল কামনায় ৷

কেউ জানলো না তোমারও কিছু বলার আছে ৷

তাই আজ এলাম তোমার কাছে -

শুনতে তোমারি শুধু কথা ৷

যে কথায় শুধু তোমার সুখ, তোমার দুঃখে রা 

একসাথে বেনিসুতোর মালা হয়ে আছে ৷

-মন