Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন ।#তারিখ_১৮_৬_২০২১#শিরোনাম_আবার_বৃষ্টি।#কলমে_তনুশ্রী_পাল ।
আইবার বৃষ্টি নাইমলক্।তিন দিন ধইরে বৃষ্টি প‌ইড়ছ্যেক্ টো প‌ইড়ছ্যেক্।থা‌ইমবার কুনো নাম লা‌ই।ক'দিন আগেই টো হামাদের সব বানে ভাসাইলিয়ে গেল্যেক্,আইবার …#সৃষ্টি_সাহিত্য_যাপন ।

#তারিখ_১৮_৬_২০২১

#শিরোনাম_আবার_বৃষ্টি।

#কলমে_তনুশ্রী_পাল ।


আইবার বৃষ্টি নাইমলক্।

তিন দিন ধইরে বৃষ্টি প‌ইড়ছ্যেক্ টো প‌ইড়ছ্যেক্।

থা‌ইমবার কুনো নাম লা‌ই।

ক'দিন আগেই টো হামাদের সব বানে ভাসাইলিয়ে গেল্যেক্,

আইবার কি ভাসাই ব্যাক ক্যা জানে!

হামরা টগুদ্ টেনার লাগে ক‌ইরি টানাটানি।

মাথার উপর খড়ের চালটো লাই।

খিদার জ্বালায় হামাদের প্যাট করে  চো চো।

হামাদের মড়হাগুলান পুড়হাইবার কুনো জায়গা লাই।

কলার ভেলা ক‌ইরা দিইলাম নদীতে ভাসাইয়ে।

 হামরা বাইচে লাই,  হামরা বাইচে থেইকে ম‌ইরা গেছি।

হে বৃষ্টি থাইম্ এবার, হামাদের কি ভাসাইব্যিক আর কি লিব্যিক্?

লিব্যিক্ টো এক্কেবারে সবাইকে লিয়ে ল্যেক্।

হামাদের ছাগুলান্ ক‌ইষ্ট আর দ্যাখতে লাইরছ্যিক্।

হে বৃষ্টি এবার হামাদের মুক্তি দ্যা মুক্তি দ্যা।