♦সৃষ্টি সাহিত্য যাপন♦কবিতা -ফিরে এসো♦কলমে-ছবি সিনহা বসু
একদিন যদি থেমে যায় সব সৃষ্টি,মেঘ যদি বলে আর দেব না বৃষ্টি,
ফুল যদি বলে সুবাস দেব না আর,খুলব না আর নানান রঙের দ্বার !!
পাখি যদি বলে গাইব না আর গানপৃথিবীর মুখ হয়ে যায় যদি ম্লা…
♦সৃষ্টি সাহিত্য যাপন
♦কবিতা -ফিরে এসো
♦কলমে-ছবি সিনহা বসু
একদিন যদি থেমে যায় সব সৃষ্টি,
মেঘ যদি বলে আর দেব না বৃষ্টি,
ফুল যদি বলে সুবাস দেব না আর,
খুলব না আর নানান রঙের দ্বার !!
পাখি যদি বলে গাইব না আর গান
পৃথিবীর মুখ হয়ে যায় যদি ম্লান !
সেদিন তুমি আবার আসবে ফিরে
সবুজে ঘেরা ধানসিঁড়ি টির তীরে?
গাঙচিল আর শঙ্খচিলের বেশে,
যেখানে আকাশ পৃথিবীর বুকে মেশে?
ঘাসপোকা আর জলফড়িং এর সাথে
আবার তুমি রাখবে হাত হাতে?
চারিদিক হবে আলোয় আলোকিত
সুপ্ত মনের আশা হবে বিকশিত !!
এসোনা তুমি এসো আজ ওগো ফিরে
স্বপ্নমাখা ধানসিঁড়ি টির তীরে!