Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যৌথ উদ্যোগে সামাজিক ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা ,শ‍্যামচক, পশ্চিম মেদিনীপুর ....সম্প্রতি কলকাতার দুটি সামাজিক সংগঠন "আলো ট্রাস্ট" এবং "মানুষ মানুষের জন্য" এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শ‍্যামচক এলাকার গৌড়হাটি গ্রামে অবস্থিত অনাথ আশ্রম…


নিজস্ব সংবাদদাতা ,শ‍্যামচক, পশ্চিম মেদিনীপুর ....

সম্প্রতি কলকাতার দুটি সামাজিক সংগঠন "আলো ট্রাস্ট" এবং "মানুষ মানুষের জন্য" এর পক্ষ থেকে 

পশ্চিম মেদিনীপুর জেলার শ‍্যামচক এলাকার গৌড়হাটি গ্রামে অবস্থিত অনাথ আশ্রমে অনুষ্ঠিত হলো অন্নদান ও বৃক্ষরোপণ কর্মসূচি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জেলাতেও বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে এই দুই সংগঠনের উদ্যোগে।


তারাই অঙ্গ হিসেবে শ‍্যামচক অনাথ আশ্রমে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি।দুটি সংগঠনের উদ্যোগে

সম্মিলিতভাবে অনাথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনাথ আশ্রমের কর্মকর্তা বাবলু মানিক, উৎপল ভৌমিক, সমাজসেবী শুভপ্রসাদ বেরা ও প্রসেনজিৎ পাল, "মানুষ মানুষের জন্য" সংগঠনের চেয়ারম্যান প্রিয়াঙ্কা কুইলা এবং আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা এবং সসংগঠনের সাংস্কৃতিক শাখার প্রধান হেড বিশিষ্ট নৃত্যশিল্পী,সমাজসেবী শ্রীকান্ত লোহার প্রমুখ।


আগামীদিনে অনাথ আশ্রমের উন্নতিকল্পে নিজেদের সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দুই সংগঠনের কর্মকর্তাগণ।