নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর.... মেদিনীপুরের নবগঠিত নাট্যদল তরুণ থিয়েটারের উদ্যোগে রবিবার স্থানীয় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো একটি স্থায়ী নাট্য শিক্ষা কেন্দ্র '"তরুণ থিয়েটা…
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর.... মেদিনীপুরের নবগঠিত নাট্যদল তরুণ থিয়েটারের উদ্যোগে রবিবার স্থানীয় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো একটি স্থায়ী নাট্য শিক্ষা কেন্দ্র '"তরুণ থিয়েটারের পাঠশালা।' মোমবাতি প্রজ্জ্বলনের এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তরুণ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক সুজয় হাজরা ।আনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু ও সভাপতি সুরজিৎ সেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সংস্কৃতিপ্রেমী প্রতাপ নারায়ণ পড়িয়া, কোতয়ালী থানার আই.সি. আতিবুর রহমান,মদন মোহন মাইতি, সত্যব্রত দোলই ,প্রসেনজিৎ সাহা, চন্দন বোস, বিবেকানন্দ চক্রবর্তী,অর্জুন কুন্ডু,শান্তি দত্ত, ডা:বিমল গুড়িয়া, মলয় রথ,ব্রজেন্দ্রনাথ সরকার ,জয় রায়, স্বপন পড়িয়া,অরুনাভ প্রহরাজ, বিদ্যুৎ পাল, সুব্রত রায়, ডা: বি.বি. মন্ডল, ডা: সায়ন্তন দে, ডা: পঙ্কজ দে,গৌতম ভকত , আলোক বরণ মাইতি, এ. ডি.বর্মন, লক্ষীকান্ত মাইতি ,হেদায়েতুর খাঁন, প্রসেনজিৎ কুন্ডু,সৌগত চ্যাটাজ্জী, বিশ্ব বন্দোপাধায়, পূর্ণেন্দু শেখর কালী, অভিজিৎ দে,ড.শুভ্রাংশু শেখর সামন্ত, দীপ্তি পালধী, শ্রাবনী নাগ, শম্পা মুখোপাধ্যায়, পারভীন সুলতানা ,পূর্ণ নাগ ,জীমুত চোঙ্গদারসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূচনাকালে বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্য প্রেমী প্রয়াত স্বপন পতির উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সভাপতি সুরজিৎ সেন। এরপর তরুণ থিয়েটারের শিল্পীরা সমবেত নৃত্য সংগীত পরিবেশন করেন।
সংগীতে অংশগ্রহণ করেন অনুপম চন্দ, সুমন্ত দেবনাথ,দয়াময় প্রামাণিক, বিশ্বনাথ দিকপতি, সুদীপ্তা দে, সরস্বতী পালধী, মধুছন্দা দাস, তাপসী দে , তাপসী সামন্ত, কাবেরী গুইন,মধুমিতা শীল, পম্পি পাল খামরই, পারমিতা ভট্টাচার্য, অনন্যা নন্দ, কবিতা মুখার্জী, শিখা সরকার,ঊপাসনা ভট্টাচার্য্য, মৌমিতা জানা, স্বস্তি মুখার্জী, বাসন্তী ঘোড়াই। সমগ্র বিষয় টি লিপিবদ্ধ করেন ড.হিমাদ্রি মন্ডল।
নৃত্যে অংশগ্রহণ করেন দীপশিখা চক্রবর্তী, সুমন ঘোষ, আরাধনা ভট্টাচার্য , অর্পিতা অধিকারী, শ্রেয়া সাঁতরা,নীলেশ ঘোড়ই, সুদীপ্তা দাস, তিয়াসা দে, খুশি দেবনাথ, ঈপ্সিতা ভূঁইয়া, ঐন্দ্রিলা মারিক, আকাশ দাস, সর্বানী জানা, সুবর্ণা গুইন, পায়েল মুখার্জী সরকার, আরুশি প্রধান, মনীষা নাগ,দীপান্বিতা পন্ডা।
তরুণ থিয়েটারের পাঠশালার উদ্দেশ্য ও আগামী দিনের করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করেন এই পাঠশালার আহ্বায়ক ও সংস্থার কোষাধক্ষ্য তারাপদ দে। সভায় ৩৯ জন প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই সভায় চলতি অর্থ বর্ষে সংগৃহীত ২৪ জন আজীবন সদস্য-সদস্যা দের ব্যাজ, ফুল ও স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
তরুণ থিয়েটারের মুখপত্র *'তরুণ বার্তা'র* আনুষ্ঠানিক প্রকাশ করেন সুজয় হাজরা। উপস্থিত শিক্ষার্থীগন, জন সদস্য ও উপদেষ্টা আলোচনায় অংশগ্রহণ করেন। সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী এক বছর ধারাবাহিক ভাবে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার তরুণ থিয়েটারের পাঠশালা চালু থাকবে, প্রতি তিন মাস অন্তর ' তরুণ বার্তা' প্রকাশিত হবে। আগামী ৩০ শে আগস্ট শহীদ প্রদ্যোৎ
স্মৃতি সদনে মঞ্চস্থ হবে তরুণ থিয়েটারের নাটক : 'ফেসবুক ম্যারেজ' ও রানী শিরোমনির জীবনী নির্ভর নবতম প্রযোজনা : 'মেদিনীপুরের লক্ষীবাঈ'। এছাড়াও বছরের শেষে 'এপার বাংলা ওপার বাংলা' নাট্যোৎসব অনুষ্ঠিত করার সংকল্প ঘোষণা করা হয়।
সভার শেষ লগ্নে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণ থিয়েটারের সম্পাদক বিশ্বজিৎ কুণ্ডু। তরুণ থিয়েটারের শিল্পীবৃন্দ কর্তৃক সমাপ্তি নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে এই মনোজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালন করেন প্রীতম দত্ত ও করবী বিশ্বাস।