Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদাতে পথ কুকুরদের টিকাকরণ জলাতঙ্ক প্রতিরোধে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বেশ কয়েকটি স্থানে পথ কুকুর দের চিকিৎসা ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি নিতে দেখা গেল শনিবার লায়ন্স ক্লাব …


 বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বেশ কয়েকটি স্থানে পথ কুকুর দের চিকিৎসা ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি নিতে দেখা গেল শনিবার লায়ন্স ক্লাব অফ মেচেদা ও মেচেদার পেট ও কেয়ার ব্রিলিয়ান্ট বায়ো ফার্মাকে।  মেচেদা ১ নম্বর এবং ৩ নম্বর মিনি মার্কেট, মেচেদা ইসকন মন্দির, মেচেদার পাঁচমাথা মোড় সহ বিভিন্ন স্থানে  সারাদিন ধরে এই টিকাকরণ কর্মসূচি চলে। প্রায় শতাধিক এর কাছে পথ কুকুরদের এই টিকাকরণ দেওয়া হয় বলে জানা যায়। আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন জয়দেব বর্মন, সুকুমার মাইতি, বিভাস পাঁজা, রুদ্রপ্রসাদ সাঁতরা, ময়না ব্লক প্রাণি বিকাশ সহায়ক অরুণ তুঙ্গ, সুমিত সাঁতরা প্রমূখ। মেচেদা এলাকা জুড়ে পথ কুকুরদের এই টিকাকরণ কর্মসূচিকে এলাকার পশুপ্রেমিকরা সাধুবাদ জানিয়েছেন।