Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুপ্রিম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাঁশকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল

অরুণ কুমার সাউ, হলদিয়া: ফুটবল খেলাকে ঘিরে বাঙালির একটা আবেগ থাকে। এবার সেই আবেগকে প্রাধান্য দিয়ে জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়েছিল একাধিক উদ্যোগ। চলতি মাসে হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে আয়োজন…

 


অরুণ কুমার সাউ, হলদিয়া: ফুটবল খেলাকে ঘিরে বাঙালির একটা আবেগ থাকে। এবার সেই আবেগকে প্রাধান্য দিয়ে জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়েছিল একাধিক উদ্যোগ। চলতি মাসে হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সুপ্রিম কাপ অনূর্ধ্ব -১৪ রাজ্য স্কুল চ্যাম্পিয়নশিপ-২০২৫। প্রতিযোগিতায় অনুর্ধব ১৪ বছর বালক বিভাগের সুপ্রিম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টের পূর্ব মেদিনীপুর জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হল পাঁশকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল।


পূর্ব মেদিনীপুর জেলার খেলাগুলি হয় দূর্গাচক স্টেডিয়ামে। লিগ পর্যায়ে খেলাটি শুরু হয়েছিল ১৫ জুলাই থেকে। প্রতিদিন একটি করে খেলা হয়। জেলার সেরা ৮টি স্কুল এই টুর্নামেন্টে অংশ গ্ৰহন করছিল।উদ্বোধনী ম্যাচে অংশ গ্ৰহন করেছিল পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল এবং টিকরাপাড়া এ এম হাইস্কুল। পাঁশকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল ৩-০ গোলে জয়লাভ করে তাদের জয়যাত্রা শুরু করে। ফাইনাল খেলায় শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল মহিষাদল রাজ হাইস্কুলকে ওই একই ফলাফলে, অর্থাৎ ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গোল করেছেন শুভজিৎ সিং ২ টি এবং রঞ্জিত সিং ১ টি।

প্রসঙ্গত স্কুল গেমসে এই স্কুল সম্প্রতিক জেলা চ্যাম্পিয়ন হয়েছে।এ দিন চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় আয়োজন সংস্থার পক্ষ থেকে। ট্রফি হাতে পেয়ে খুশি উভয় দলের খেলোয়াড়রা।



জানা গিয়েছ, এ রাজ্যের বেশ কিছু জেলাতেই ইতিমধ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বাকি জেলাগুলিতেও টুর্নামেন্ট আয়োজিত হবে। এই জেলা থেকে যেই স্কুলগুলি চ্যাম্পিয়ন হবে তাদের নিয়ে হবে জ়োনের খেলা। জ়োনের খেলায় যেই স্কুলগুলি জিতবে তাদের নিয়ে হবে রাজ্য স্তরের খেলা।পূর্ব মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, মোট আটটি স্কুল টিম অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল বনাম গেঁওখালি হাইস্কুল।শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল জয়ী হয়। ফলাফল ৪-২। অন্য সেমিফাইনালে মুখোমুখি হয় মহিষাদল রাজ হাইস্কুল বনাম হলদিয়া গভ: স্পনসর্ড হাইস্কুল।ফলাফল ৩-১। মহিষাদল রাজ হাই স্কুল ফাইনালে ওঠে। তিনি আরো জানান- ডিজিটাল মিডিয়ার যুগে পড়ুয়ারা ক্রমশ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মোবাইল থেকে তাঁদের চোখ সরানোর জন্যই এই ধরনের টুর্নামেন্টে।