Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ সচেতনতায় ‘সবুজের হাসি' পত্রিকা প্রকাশ

অরুণ কুমার সাউ, ময়না: পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ধ্রুব আশা লতা স্মৃতি সংস্থার উদ্যোগে প্রকাশিত হলো পরিবেশ সচেতনতা সংক্রান্ত  "সবুজের হাসি " পত্রিকা। শেষ পর্যায়ে পালিত হল অরণ্য সপ্তাহ। পত্রিকা উদ্বোধন  …


অরুণ কুমার সাউ, ময়না: পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ধ্রুব আশা লতা স্মৃতি সংস্থার উদ্যোগে প্রকাশিত হলো পরিবেশ সচেতনতা সংক্রান্ত  "সবুজের হাসি " পত্রিকা। শেষ পর্যায়ে পালিত হল অরণ্য সপ্তাহ। পত্রিকা উদ্বোধন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার অবর বিদ্যালয় পরিদর্শক  বিষ্ণু সিং মাহাতো, চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই ,বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, ধ্রুব আশা লতা স্মৃতি সংস্থার কর্ণধার সম্মানীয় রবীন্দ্রনাথ ভৌমিক ,শিক্ষক শ্যামল কুমার জানা ,পুলক মাইতি, শিল্পী মীনাক্ষী অধিকারী সহ অন্যান্যরা।

সংস্থার কর্ণধার রবীন্দ্রনাথ ভৌমিক জানান আমরা পেয়ারা জামরুল করে প্রায় একশোটি চারা গাছ বিতরণ করা হয়।মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হয়। এসআই বিষ্ণু  বলেন এধরনের কাজে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে জীববৈচিত্র্য রোধে আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত।

এই পত্রিকার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা আরো ছড়িয়ে পড়বে বলে প্রকাশ করেন সকলে।