Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় প্রয়াত কবি তমালিকা পন্ডা শেঠের জন্মদিনে সাহিত্য সভা, চারজন পেলেন জীবনকৃতি পুরস্কার

অরুন কুমার সাউ, হলদিয়া : বুধবার প্রয়াত কবি তমালিকা পন্ডা শেঠের ৬৯ তম জন্ম দিবস উপলক্ষে হলদিয়াতে অনুষ্ঠিত হলো সাহিত্য সভা। তিনি ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক, বিধায়ক, হলদিয়া পৌরসভার পৌর প্রধান, ও সাংস্কৃতিক সংগঠক।সর্বোপরি তিনি…



অরুন কুমার সাউ, হলদিয়া : বুধবার প্রয়াত কবি তমালিকা পন্ডা শেঠের ৬৯ তম জন্ম দিবস উপলক্ষে হলদিয়াতে অনুষ্ঠিত হলো সাহিত্য সভা। তিনি ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক, বিধায়ক, হলদিয়া পৌরসভার পৌর প্রধান, ও সাংস্কৃতিক সংগঠক।সর্বোপরি তিনি ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সাহিত্য সংস্কৃতি জগতের একজন অন্যতম মানুষ। তার জন্মদিন উপলক্ষে হলদিয়ার দুর্গাচকে  প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার নামাঙ্কিত অডিটোরিয়াম হলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সংবাদ সাপ্তাহিক আপনজন ও  আইকেয়ার শিক্ষা সংস্থা  এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি জগতের কৃতিদের পুরস্কার, স্মারক বক্তৃতা, আলোচনা, গান ও কবিতা পাঠে তাকে স্মরণ করে হলদিয়া ও জেলার সংস্কৃতিপ্রেমী ও সাহিত্য প্রেমিক মানুষজন। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ বিধায়ক ও শিক্ষাবিদ ডঃ লক্ষণ চন্দ্র শেঠ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর।

এই অনুষ্ঠানে ‘ কবি তমালিকা  পন্ডা শেঠ জীবনকৃতি পুরস্কার ' প্রদান করা হয় সংগীত, অভিনয়, সাহিত্য, প্রকাশনার ক্ষেত্রে কৃতিত্ব রেখেছেন এমন চারজন কৃতি মানুষজনকে। সংগীতক্ষেত্রে হৈমন্তী শুক্লা, অভিনয়ের ক্ষেত্রে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, সাহিত্য ও প্রকাশনীর ক্ষেত্রে দে'জ প্রকাশনীর কর্ণধার সুধাংশু শেখর দে, সাহিত্যিক কবি জয় গোস্বামীকে কবি তমালিকা পন্ডা শেঠ জীবনকৃতি পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থ মূল্য প্রায় এক লক্ষ টাকা। ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ আগস্ট স্মরণ অনুষ্ঠান উপলক্ষে জীবন কৃতি পুরস্কার দেওয়া হয়। এর আগে এই পুরস্কার পেয়েছেন স্বনামধন্য সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

এদিন  উপস্থিত ছিলেন নাট্যকার, অভিনেতা চন্দন সেন, সাহিত্যিক নলিনী বেরা, কবি ও কথা সাহিত্যিক, সম্পাদক শ্যামল কান্তি দাস, কবি চিত্রা লাহিড়ী, শিল্পী শ্যামল জানা, সাহিত্যিক ও পত্রভারতী পত্রিকার সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক ও পদ্মশ্রী বুলা চৌধুরী, প্রখ্যাত সাঁতারু সঞ্জীব চক্রবর্তী এছাড়াও জেলার বিশিষ্ট সাহিত্যিক কবি সাংবাদিক লেখকগন। অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করেন নাট্যকার অভিনেতা চন্দন সেন। সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার বিষয়ে আলোচনা করেন কবি সাহিত্যিক চিত্রা লাহিড়ী।দে'জ প্রকাশনীর কর্ণধার সুধাংশু শেখর দে সম্পর্কে আলোচনা করেন সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিখ্যাত বাচিক শিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়।অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল সাহিত্য আলোচনা, পুরস্কার প্রদান, সংগীত, আবৃত্তি, স্মরণসভা। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করে আই কেয়ার কালচারাল একাডেমি।