অরুন কুমার সাউ, পাঁশকুড়া: আজ পাঁশকুড়ার অন্তর্গত মাইসরা গ্রাম পঞ্চায়েতের মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও রক্তদান উৎসব অনুষ্ঠিত হল।এই রক্তদান উৎসবে মোট ৯৮ জন রক্তদাতা রক্তদান করেন।১২ …
অরুন কুমার সাউ, পাঁশকুড়া: আজ পাঁশকুড়ার অন্তর্গত মাইসরা গ্রাম পঞ্চায়েতের মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও রক্তদান উৎসব অনুষ্ঠিত হল।এই রক্তদান উৎসবে মোট ৯৮ জন রক্তদাতা রক্তদান করেন।১২ জন মহিলা ও ৮৬ জন পুরুষ রক্তদান করেন।
তমলুক মেডিক্যাল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।মৌচাক সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষক মৃনাল সুন্দর পাত্র জানান, স্কুল কলেজের ছাত্র -ছাত্রী সহ শিক্ষক- শিক্ষিকা, গৃহবধূ, স্থানীয় মানুষজন জাত পাতের ভেদাভেদ না মেনে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
সারা বছর নানান কর্মসুচি চলে তার সাথে এই রক্তদান প্রকৃত পক্ষে এলাকায় উৎসবে পরিণত হয়েছে।উনি আরো জানান এবছরে চাষের কাজ শুরু হয়ে যাওয়ায় কিছু রক্তদাতা আসতে পারেননি।মৌচাক সেবাশ্রমের সদস্য -সদস্যাবৃন্দ খুব আন্তরিকতার সাথে আজকের কর্মসুচি সম্পন্ন করেছে,তাদের প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।