অরুণ কুমার সাউ, নন্দকুমার: আগস্ট মাস পূর্ব মেদিনীপুর জেলায় বিপ্লবের মাস হিসেবে পরিচিত। কতশত বীর শহীদ তাদের রক্তদানের মাধ্যমে ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই সকল বীর…
অরুণ কুমার সাউ, নন্দকুমার: আগস্ট মাস পূর্ব মেদিনীপুর জেলায় বিপ্লবের মাস হিসেবে পরিচিত। কতশত বীর শহীদ তাদের রক্তদানের মাধ্যমে ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগস্ট স্মরণে রক্তার্পণ উৎসবে বুধবার ৮৮ জন রক্তদান করেন।৮৮ জানের মধ্যে ৩৫ জন মহিলা রক্তদান করেছেন। টেইন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজর উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো নন্দকুমার কুহেলী গেস্ট হাউসে।
সহযোগিতায় ছিলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। রক্ত সংগ্ৰহ করেছেন তাম্রলিপ্ত ব্লাড সেন্টার।পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সন্দীপ চক্রবর্তী যে সমস্ত রক্তদাতারা রক্ত দান করলেন তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে বলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এ ধরনের কর্মসূচি আরো বেশি গ্রহণ করতে হবে। একদিকে যেমন সামাজিক কর্মসূচি হিসেবে গৃহীত হবে অন্যদিকে তেমনি দেশাত্মবোধ জাগরণ ঘটবে।