অরুণ কুমার সাউ, মহিষাদল : হারিয়ে যাচ্ছে দেশী মাছ। ছোট বাটা, ভেতো, পুঁটি, মৌরলা, টেংরা, খোলসে ইত্যাদি মাছ এখন বিলুপ্তপ্রায়। বাজারের মিষ্টি জলের ছোট মাছ দেখতে পাওয়া যায় না যেটুকু মেলে দাম শুনেই কপালে চোখ ওঠে যায়। তাই বাংলার হা…
অরুণ কুমার সাউ, মহিষাদল : হারিয়ে যাচ্ছে দেশী মাছ। ছোট বাটা, ভেতো, পুঁটি, মৌরলা, টেংরা, খোলসে ইত্যাদি মাছ এখন বিলুপ্তপ্রায়। বাজারের মিষ্টি জলের ছোট মাছ দেখতে পাওয়া যায় না যেটুকু মেলে দাম শুনেই কপালে চোখ ওঠে যায়। তাই বাংলার হারিয়ে যাওয়া এই মাছেদের খাল বিলে ফেরাতে পাইলট প্রজেক্ট হিসেবে অভয় পুকুর তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। মহিষাদল ব্লকের মহিষাদল রাজবাড়ির জলাশয়ে এই পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। ইতিমধ্যে জলাশয় টিতে মাছ চাষের উপযুক্ত করে তোলা হয়েছে। আগামী কুড়ি আগস্ট প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিভিন্ন লুপ্তপ্রায় মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন মহিষাদল ব্লকের পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ তরুণ মন্ডল। তিনি বলেন রাজ্য সরকার চাইছে গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাওয়া মাছ সংরক্ষণ করতে। জীব বৈচিত্র্য বিভাগ ও পরিবেশ বিভাগ পক্ষ থেকে এদিন বলেন যে সকল দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলিকে সংরক্ষণ করে তাদের প্রজাতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আর এ জন্যই তৈরি হয়েছে অভয়পুকুর। এটি এক ধরনের মিশ্র চাষ পদ্ধতি। এর মাধ্যমে একই সঙ্গে নানান ধরনের মাছের চাষ করা হবে এই পুকুরে। মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, মহিষাদল হলো একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে রাজবাড়ী পরিদর্শনে এসে এই অভয় পুকুরে বিভিন্ন বিলুপ্ত প্রজাতির মাছ দেখতে পাবেন সমগ্র জেলার মানুষজনেরা। এলাকাবাসী এই উদ্যোগে বেশ বেশ উৎসাহী।