অরুণ কুমার সাউ, তমলুক : সারাদিনের বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষিত “আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হলো তাম্রলিপ্ত পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাউটাপাড়ার সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে।
…
অরুণ কুমার সাউ, তমলুক : সারাদিনের বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষিত “আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হলো তাম্রলিপ্ত পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাউটাপাড়ার সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে।
সহযোগিতায় ছিলো তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শহরবাসীর বিভিন্ন অভাব অভিযোগ সহ কি ধরনের কর্মসূচি প্রয়োজন তা উঠে আসে ।এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্য প্রতিনিধি বিনোদ কুমার,জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, বৈভব চৌধুরী সহ অন্যান্য জেলার আধিকারিক।
এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়, ওই ওয়ার্ডের কাউন্সিলর বিমল চন্দ্র ভৌমিক, কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া, INTTUC( তমলুক শহর) সভাপতি পঞ্চানন খামরুই সহ জেলার ও পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।