Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে আগমনী প্রাক পুজো প্রদর্শনী

তমলুক : পুজো আজকে এখনো বেশ কিছুদিন বাকি তার আগেই তাম্রলিপ্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পূর্ব মেদিনীপুর জেলা বার অ্যাসোসিয়েশনের হলরুমে শুরু হলো আগমনী প্রাক পুজো প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে। ৪ঠা আগস্ট পর্যন্ত আগমনী প্রাক পুজো প্রদ…


তমলুক : পুজো আজকে এখনো বেশ কিছুদিন বাকি তার আগেই তাম্রলিপ্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পূর্ব মেদিনীপুর জেলা বার অ্যাসোসিয়েশনের হলরুমে শুরু হলো আগমনী প্রাক পুজো প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে। ৪ঠা আগস্ট পর্যন্ত আগমনী প্রাক পুজো প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থাকবে।

পুরুষ ও মহিলাদের পোশাকের নান সম্ভার নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে।শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জেলা আদালতের বর্ষিয়ান আইনজীবী শেফালী রায়, তমলুক সাংগঠনিক জেলা এস সি ও ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী তথা শিক্ষিকা তৃপ্তি বর্মন খাঁড়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বস্তিকা দাস,২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষিকা বৈশাখী মাইতি পড়্যা সহ বিশিষ্ট অতিথিবর্গ।