তমলুক: তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারপারসন পদ থেকে সরানো হলো দীপেন্দ্র নারায়ন রায়কে। ওই পদে নিযুক্ত করা হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে। শনিবার তৃণমূল রাজ্য নেতৃত্বে তরফে এই নির্দেশ এসেছে। অসিত বন্দ্যোপাধ্যায় আগে দলের তমলুক…
তমলুক: তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারপারসন পদ থেকে সরানো হলো দীপেন্দ্র নারায়ন রায়কে। ওই পদে নিযুক্ত করা হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে। শনিবার তৃণমূল রাজ্য নেতৃত্বে তরফে এই নির্দেশ এসেছে। অসিত বন্দ্যোপাধ্যায় আগে দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি পদে ছিলেন। গত জুনে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে রাজ্য সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আর জেলা সভাপতি করা হয়েছিল সুজিত রায়কে। প্রকৃত কি কারনে সরানো হলো তা স্পষ্ট নয়। যদিও দীপেন্দ্র নারায়ণ রায় বলেছেন দল যা ভালো মনে করেছে তাই করেছে আমার কিছু বলার নেই।