পূর্ব মেদিনীপুর , তমলুক: গত ২রা আগস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার চার নম্বর ওয়ার্…
পূর্ব মেদিনীপুর , তমলুক: গত ২রা আগস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সুভাষ প্রাথমিক বিদ্যালয়ে দুটি বুথে পৌঁছে যান পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের প্রধান সচিব বিনোদ কুমার। সঙ্গে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, তমলুক মহাকুমার শাসক দিব্যেন্দু মজুমদার, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, কাউন্সিলর বিমল ভৌমিক, কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন এই কর্মসূচিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী উপস্থিত এলাকার মানুষদের মধ্যে মহিলাদের এগিয়ে আসার উপর জোর দেন।
কোন স্ক্রিমে যদি মহিলাদের সই না থাকে সে ক্ষেত্রে কাজের টাকা দেওয়া হবে না বলে এমনটাই জানালেন। বিশেষ করে মহিলাদের কাছ থেকে কি কাজ করলে এলাকা সুন্দর থাকবে তা মহিলাদের কাছ থেকে জানতে চান। এখনো পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ চলছে সেখানে পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে এসে নাম নথিভুক্ত করতে পারে। সেক্ষেত্রে সরকার সব রকম সাহায্য করবে বলে এদিন জানান জেলা শাসক। পূর্ব মেদিনীপুর জেলায় এক লক্ষ ৭২ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কোন পরিযায়ী শ্রমিক যদি বাড়ি চলে আসে সে ক্ষেত্রে সরকার সব রকম সাহায্য করবে, সেই নির্দেশ মত জেলাশাসক বলেন যেসব জায়গায় আগে এই কর্মসূচির হয়েছে সেই সব জায়গার পরিযায়ী শ্রমিকরা যদি থাকে তারাও নাম নথিভুক্ত করতে পারে। কর্মসূচি দেখার পরে প্রধান সচিব বিনোদ কুমার, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে গ্রামের রাস্তাতে টোটো তে চেপে যান।