পূর্ব মেদিনীপুর , তমলুক: ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। বাবার বকুনিতে নিখোঁজ ছাত্রের তিনদিন পর তমলুক থানা এলাকায় মৃতদেহ উদ্ধার। উদ্ধার ব্যাগ ও মোবাইল। তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে শুক্র…
পূর্ব মেদিনীপুর , তমলুক: ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। বাবার বকুনিতে নিখোঁজ ছাত্রের তিনদিন পর তমলুক থানা এলাকায় মৃতদেহ উদ্ধার। উদ্ধার ব্যাগ ও মোবাইল। তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার একাদশ শ্রেণীর এক ছাত্রের। তমলুক থানার এলাকার বাসিন্দা দিলীপ ভৌমিকের জমজ ২ দুই পুত্র সন্তান ছিল শুভদীপ ও জয়দীপ। তারা ডিমারি হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়তো। অল্পতেই রেগে যেত মৃত জয়দীপ (১৭)। এমন অবস্থায় গত সোমবার রাতে বাড়ির কিছু জিনিসপত্র ভাঙ্গার জন্য জয়দীপকে বকাবকি করে তার বাবা। মঙ্গলবার সকালে বাড়ির সবাই যখন কাজে বেরিয়ে যায় সেই সুযোগে পড়ার ব্যাগ ও কয়টি জামা কাপড় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় জয়দীপ ভৌমিক। পরিবারের লোকেরা সকাল গড়িয়ে রাত্রি হয়ে গেলও খুঁজে না পাওয়ায় তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে ছেলেকে হন্যে হয়ে খুঁজে বেড়ায় তার মা। এমনকি হাওড়া পর্যন্ত খুঁজতে যায়। কিন্তু তার খোঁজ মেলেনি।
অবশেষে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। শুক্রবার সকালে তমলুক থানার রাজগোদা ব্রিজ সংলগ্ন হিরাপুর এলাকায় পুকুর পাড়ে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজনেরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ সহ একটি ব্যাগ ও মোবাইল উদ্ধার করে। পরিবারের লোকেরা তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করে। ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। তমলুক থানায় দেখা গেল শোকার্ত মা'কে।
মৃত ছাত্রের মা অনিমা ভৌমিক বলেন, অল্পতে ই রেগে যেত আমাদের ছেলে। সোমবার রাত্রে ওর বাবা একটু বকাবকি করছিল তারপর যে ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এবং মৃতদেহ পাওয়া যাবে তা আমরা কল্পনাও করতে পারিনি।