আক্রান্ত গাজাদিলীপ ঘোষ১৯/০৯/২৫
নিকেশ করার বেপরোয়া আক্রমণ, --চলছে জবরদখল, গণহত্যা, গণউচ্ছদ অভিযানসরাসরি হুঙ্কার, - স্বভূমি ছেড়ে চলে যাওবিপরীতে দিতে হবে প্রান।
খোঁটার জোরে নড়ছে ম্যাড়াদ্রৌপদীর বস্ত্রহরণ দেখছে কৌরবকূলজল্লাদের বর্বর…
আক্রান্ত গাজা
দিলীপ ঘোষ
১৯/০৯/২৫
নিকেশ করার বেপরোয়া আক্রমণ, --
চলছে জবরদখল, গণহত্যা, গণউচ্ছদ অভিযান
সরাসরি হুঙ্কার, - স্বভূমি ছেড়ে চলে যাও
বিপরীতে দিতে হবে প্রান।
খোঁটার জোরে নড়ছে ম্যাড়া
দ্রৌপদীর বস্ত্রহরণ দেখছে কৌরবকূল
জল্লাদের বর্বর ক্ষিধে খুন করে মানবতা
পদদলিত করে শান্তির ফুল।
সমস্ত আবেদন নিবেদন ঘোষনার মুখে
প্রস্রাব করে দেয় ইজরাইল
শিশু, নারী সহ অসংখ্য মানুষের প্রাণ, আশ্রয় কেড়ে
মানচিত্র বদলের চালাছে খেল,
আমেরিকা পূর্ণ মদতে ইজরাইল খেলছে প্রতিটি স্পেল।
গাজাবাসী আজ আশ্রয়হীন, পরাধীন
বিশ্ব ইতিহাসে খোদাই হল, আর একটা কালো দিন।
