শিরোনাম–ফাঁকিকলমে–তুষার মণ্ডল তারিখ–১৮//০৯//২০৩৫
যখন পড়ি ক্লাসের পড়া সকাল সাঁঝে রাতে তখন আমার ঘুম আসে খুব দুম করে শুই খাটে।মা বকে তুই পাজি নচ্ছার পড়তে বসেই ফাঁকি?মাগো আমার ঘুম পেয়েছে,কাল হবে বাদবাকি।বিছানা ছেড়ে মাঠের ধারে পুক…
শিরোনাম–ফাঁকি
কলমে–তুষার মণ্ডল
তারিখ–১৮//০৯//২০৩৫
যখন পড়ি ক্লাসের পড়া সকাল সাঁঝে রাতে
তখন আমার ঘুম আসে খুব দুম করে শুই খাটে।
মা বকে তুই পাজি নচ্ছার পড়তে বসেই ফাঁকি?
মাগো আমার ঘুম পেয়েছে,কাল হবে বাদবাকি।
বিছানা ছেড়ে মাঠের ধারে পুকুর পাড়ে যাই
মাজন সেরে ঘরে ফিরেই খাবার খেতে চাই।
খূনসুটিতে ঝগড়া করি বায়না হাজার ধরি
মনের মতো না পেলে নিই,মায়ের সাথে আড়ি।
খাওয়া সেরে খেলায় মাতি পাড়ার ছেলের সাথে
মা ভাবে ঠিক ছুটি আছে আজকে পাঠশালাতে।
একটু বেলা হলেই খেলা সাঙ্গ করি সদল বলে
তে্ল গামছায় নাইতে যায় ঘন্টা খানেক জলে।
ভাত দাও মা তাড়াতাড়ি দেরি অনেক হলো
পাঠশালাতে যাব কখন, ঘন্টা বেজে গেল।
বই বগলে সদল বলে পাঠশালার পথে যেতে
একটু খানিক সময় কাটে পাড়ার ছেলের সাথে।
বেতটি হাতে গুরু মশায় দাঁড়িয়ে থাকেন দ্বারে
কে কখন আসে লক্ষ্য রাখেন চেয়ে বারে বারে।
দেরি দেখে ধমকে শুধান আজ কেন তোর দেরি?
মিথ্যা কথায় পিঠ বাঁচাতে আপনারে জাহির করি।
********************সমাপ্ত************
ফতেপুর//কয়থা//বীরভূম///পঃ বঃ///ভারত
