Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছেড়ুয়া জুনিয়র হাইস্কুলে স্থাপিত হলো বিদ্যাসাগরের মূর্তি

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ নং গ্রাম পঞ্চায়েতের ছেড়ুয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে স্থাপিত হলো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ নং গ্রাম পঞ্চায়েতের ছেড়ুয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে স্থাপিত হলো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে মূর্তির আবরণ উন্মোচন সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওঁকার পন্ডা। অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ দত্ত।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, পাঁচখুরি ৬/১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শানু খান, ছেড়ুয়া সমাজ উন্নয়ন সমিতির সভাপতি মুজফ্ফর খান,ছেড়ুয়া জুনিয়র হাইস্কুলের স্কুলের শিক্ষক বাসুদেব মান্না,স্মৃতি কমল মিত্র, বিমল চন্দ্র সরেন, তরুণ কুমার দে,শিক্ষিকা ঝুমা দাস গোস্বামী,শিক্ষাকর্মী 


মিঠুন দাস সহ গ্রামের শিক্ষানুরাগী ব্যাক্তিগণ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে।