নিজস্ব প্রতিবেদক,মুগবাসান, পশ্চিম মেদিনীপুর : সমাজসেবামূলক উদ্যোগে আবারও নজির গড়ল মুগবাসান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপ “মুগবাসন আমরা সবাই”-এর সদস্যদের আর্থিক সহযোগিতায় ক্যান্সারে আক্র…
নিজস্ব প্রতিবেদক,মুগবাসান, পশ্চিম মেদিনীপুর : সমাজসেবামূলক উদ্যোগে আবারও নজির গড়ল মুগবাসান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপ “মুগবাসন আমরা সবাই”-এর সদস্যদের আর্থিক সহযোগিতায় ক্যান্সারে আক্রান্ত এক অসহায় ব্যক্তির হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হলো।
এই অর্থটি আনুষ্ঠানিকভাবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির হাতে তুলে দেন গ্রুপের এডমিন শেখ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবাসান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা ও এলাকার বিশিষ্টজনেরা।
ক্লাব সূত্রে জানা গেছে, গ্রুপ সদস্যদের স্বতঃস্ফূর্ত অবদানেই এই অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। সামান্য সামান্য অবদান মিলে একটি বড় উদ্যোগে পরিণত হয়েছে, যা অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।
এদিন সেখ সাইদুল ইসলাম জানান“সমাজের মানুষের পাশে দাঁড়ানোই আসল মানবতা। মুগবাসান স্পোর্টিং ক্লাব ও আমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ভবিষ্যতেও এরকম মানবিক কাজ চালিয়ে যাবে।”
গ্রামের সাধারণ মানুষও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের কথায়, এই ধরণের মানবিক উদ্যোগ সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে, যা আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে।
