Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গাপূজাকে সামনে রেখে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর... পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার কামারগেড়িয়া যাত্রীক সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় দুর্গাপূজার প্রাক্কালে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির। এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট …


নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর... পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার কামারগেড়িয়া যাত্রীক সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় দুর্গাপূজার প্রাক্কালে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির। এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন। এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক ও রক্তদান আন্দোলনের অগ্রণী নেতৃত্ব সুমন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূজা কমিটির সম্পাদক হারাধন মান্না বলেন,' বিগত বছরগুলির ন্যায় এবছরও রক্তদান শিবিরের পাশাপাশি গরীব মানুষদের বস্ত্রদান কর্মসূচিও অনুষ্ঠিত হবে'। সংঘের অন্যতম সদস্য মধুসূদন জানা বলেন "রক্তদান মহানদান" এই ব্রতে ব্রতী হয়ে গ্রামের জনগণ এগিয়ে এসেছেন রক্তদানে। কমিটির সম্পাদক গণেশ ঘোষ বলেন, 'যাত্রীক সংঘের এই দুর্গাপূজা এবছর ১৭ বছরে পড়ল।

প্রতিবছরেই আমরা কোন না কোন সামাজিক কর্মসূচির আয়োজন করি। এ বছরও তার অন্যথা হয়নি'। এই পুজোকে ঘিরে প্রতি বছর এলাকাবাসীর  উন্মাদনা চোখে পড়ে।