Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুষ্ঠিত হলোবিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা-২০২৫

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : প্রতি বছরের ন্যায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রচার ,প্রসার ও পরিবেশ সুরক্ষায় ২১ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা অনুষ্ঠিত হলো। এতে ২৯৮ অভ…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : প্রতি বছরের ন্যায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রচার ,প্রসার ও পরিবেশ সুরক্ষায় ২১ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা অনুষ্ঠিত হলো। এতে ২৯৮ অভীক্ষা কেন্দ্রে প্রায় তিন হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে দশম শ্রেণির ৪১৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বিজ্ঞান কেন্দ্র গুলির পক্ষ থেকে যেমন প্রতিটি অভীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষক ছিলেন তাছাড়া জেলা সম্পাদক মণ্ডলীর নেতৃত্বগণ ২৫ শতাংশের বেশি অভীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। সাথে সাথেই জেলার ২২ টি  অভীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকদের নিয়েছে অভিভাবক সভা সংগঠিত করেছেন। সভা গুলিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় যেমন উঠে এসেছে বাল্যবিবাহ রোধের বিষয় , জেলার নদী ভাঙ্গনের ফলে বন্যা, নদীর নাব্যতা, জলবায়ু পরিবর্তন , বিজ্ঞান মনস্কতা বিস্তারে বিজ্ঞান মঞ্চের ভূমিকা প্রভৃতি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ড.সুধাপদ বসু জানিয়েছেন,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলায় তিন দশকের বেশি সময় ধরে সংগঠিত ও ধারাবাহিক ভাবে এই অভীক্ষা সংগঠিত করছে। ছাত্রছাত্রীদের মধ্যে অভীক্ষায় অংশগ্রহণের উৎসাহ ও উদ্দীপনা ছিল নজর কাড়ার মতো ।

সুন্দর ও সফলভাবে অভীক্ষা সংগঠিত করার জন্য তিনি প্রত্যেকটি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক, সভাপতিসহ নেতৃত্ব এবং বিজ্ঞানকর্মীগণকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান,২০২৬ সালে এই অভীক্ষা ২ রা অক্টোবর অনুষ্ঠিত হবে।