পূর্ব মেদিনীপুর তমলুক
দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি এবার পূর্ব মেদিনীপুর জেলাবাসী পাবেন বিশেষ সুবিধা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দুর্গোৎসবের দিনগুলোতে পূজা মন্ডপে বসছে বিনামূল্যে আইনি পরামর্শ কেন্দ্র। ষষ্ঠী থেক…
পূর্ব মেদিনীপুর
তমলুক
দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি এবার পূর্ব মেদিনীপুর জেলাবাসী পাবেন বিশেষ সুবিধা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দুর্গোৎসবের দিনগুলোতে পূজা মন্ডপে বসছে বিনামূল্যে আইনি পরামর্শ কেন্দ্র। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা চার দিন জেলার চারটি মহকুমায় ছয়টি স্টলে আইনি পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি।
এই উদ্যোগের সূচনা হয় বুধবার তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক প্রিয়ব্রত দত্ত। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি, পক্সো কোর্টের বিচারক সুস্মিতা মুখার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ মনোদীপ সাহা রায়, আনন্দ শংকর মুখোপাধ্যায়, শিব শংকর ঘোষ, সিভিল জাজ কৃষ্ণকলি মুখার্জি, জে জেবি জজ দেবস্মিতা কুন্ডু সহ একাধিক বিশিষ্ট বিচারক। পাশাপাশি উপস্থিত ছিলেন আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
জেলা জজ প্রিয়ব্রত দত্ত জানান, দুর্গাপুজোর সময় মানুষ ঠাকুর দেখতে বের হন। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, যাদের আইনগত পরামর্শ নিতে চান। তাঁরা এই স্টল থেকে একেবারে আইনি পরিষেবা পাবেন।
জানা গিয়েছে, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত সমস্যা, নারী নির্যাতন, পেনশন বা সরকারি পরিষেবার জটিলতা সহ নানা বিষয়ে সাধারণ মানুষ এখানে আইনি সাহায্য ও প্রয়োজনীয় তথ্য পাবেন। উদ্দেশ্য একটাই—পুজোর ভিড়ে আসা মানুষকে সচেতন করা এবং তাঁদের কাছে ন্যায় ও আইনের দোরগোড়া পৌঁছে দেওয়া।

