Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে নাট্য মেলায় নজর কাড়লো তরুণ থিয়েটারের 'লাগ ভেলকী লাগ'.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উপস্থাপন করলো …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উপস্থাপন করলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল, নাটক 'লাগ ভেলকি লাগ'। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত চার দিন ব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলার শেষ দিনের শেষ দর্শনে তরুণ থিয়েটার এর এই অনবদ্য উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এদিন ছিল নাটকের ৪৫ তম প্রদর্শন।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নির্দেশক সুরজিৎ সেন।অনবদ্য অভিনয়ের নিদর্শন পেশ করেন দীপশিখা চক্রবর্তী, বিশ্বজিৎ কুন্ডু, অনুপম চন্দ, অভিজিৎ দে, সুমন ঘোষ, তরুণ চক্রবর্তী প্রমুখ। পাশাপাশি শুক্রবার মল্লিক চকের রাসমঞ্চ স্থিত প্রাঙ্গণে  অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী ও প্রথম মহিলা রাজনৈতিক বন্দী রানী শিরোমণির জীবনী নির্ভর বহু আলোচিত নাটক বীরাঙ্গনা রানী শিরোমণি মঞ্চস্থ  করে তরুণ থিয়েটার।এটি ছিল রাতে এই নাটকের ১৯ তম প্রদর্শন। আগামী ১৬ ই নভেম্বর কলকাতা বাটানগরে তরুণ থিয়েটার মঞ্চস্থ করবে তাদের অন্যতম জনপ্রিয় প্রযোজনা 'আত্মহত্যা মহাপাপ'।

আগামী ডিসেম্বর -জানুয়ারী মাস জুড়ে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্ৰামের বিভিন্ন প্রান্তে তরুণ থিয়েটার এর ধারাবাহিক নাট্য প্রদর্শন জারি থাকবে। আগামী বছরের শুরুতেই ১৮ থেকে ২০ শে জানুয়ারী শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে তরুণ থিয়েটারের উদ্যোগে আয়োজিত হবে নাট্যোৎসব।যেখানে তরুণ থিয়েটার এর নিজস্ব প্রযোজনা ছাড়াও জনপ্রিয় বিভিন্ন গ্ৰুপ থিয়েটারের নাট্য প্রযোজনা উপস্থাপিত হবে। এই উৎসবের মূল আকর্ষণ তরুণ থিয়েটার এর নতুন নাট্য প্রযোজনা প্রেমাংশু রায় রচিত ও নির্দেশিত -নটের পাঁচালী এবং শিশু দের নিয়ে তৈরী পারভীন সুলতানা পরিচালিত- ব্যাধি। সকল দর্শক -শুভানুধ্যায়ী কে তরুণ থিয়েটার এর পক্ষ থেকে এই নাট্যোৎসব সফল করার আহ্বান জানানো হয়েছে।