Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দেমাতরম্-এর ১৫০ পূর্তি উপলক্ষে মেদিনীপুরে বিজেপির শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....   বন্দেমাতরম্-এর ১৫০ বছর উপলক্ষে জাতীয় পতাকা সহযোগে মেদিনীপুরে শোভাযাত্রা করলো ভারতীয় জনতা পার্টি। এদিন সন্ধ্যার মুখে মেদিনীপুর বটতলা চকে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের মূর্তিতে মাল্যদান করে এই শোভ…


 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....   বন্দেমাতরম্-এর ১৫০ বছর উপলক্ষে জাতীয় পতাকা সহযোগে মেদিনীপুরে শোভাযাত্রা করলো ভারতীয় জনতা পার্টি। এদিন সন্ধ্যার মুখে মেদিনীপুর বটতলা চকে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের মূর্তিতে মাল্যদান করে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা টি বিভিন্ন পথ পরিক্রমা করে। ক্ষুদিরাম মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ১৫০ টি মোমবাতি জ্বালানো হয়। মেদিনীপুর শহরের দুটি মন্ডলের বিজেপি কর্মীরা এতে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের শহর ও জেলা নেতারা।