Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বহুমুখী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বর্ণময় বহুমুখী অনুষ্ঠন।একত্রে অনুষ্ঠিত হলো “মেধা নির্বাচন পরীক্ষা ২০২৫”-এর ফলাফল প্রকাশ ও পুর…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বর্ণময় বহুমুখী অনুষ্ঠন।একত্রে অনুষ্ঠিত হলো “মেধা নির্বাচন পরীক্ষা ২০২৫”-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,কৃষি সচেতনতা সভা ও কৃষি সরঞ্জাম বিতরণ, এবং টার্গেট  ওয়েলনেস এন্ড ফিটনেস হাব“-এর শুভ উদ্বোধন।

সকালের আলোয় জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর দেশাত্মবোধক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।


“মেধা নির্বাচন পরীক্ষা ২০২৫”-এ অংশ নিয়েছিল মোট ২৫৩৬ জন পরীক্ষার্থী।পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার ১৬টি কেন্দ্র জুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম বর্ষে পদার্পণ করা এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এদিনের অনুষ্ঠানে। শ্রেণি ও বিভাগ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এরপর অনুষ্ঠিত হয় কৃষি সচেতনতা মূলক সভা। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাই গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করতে পারে। তাঁরা কৃষকদের উন্নত জাতের বীজ, সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি ও টেকসই কৃষি চর্চার দিকনির্দেশনা দেন। সভা শেষে স্থানীয় কৃষকদের হাতে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়, যা তাঁদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।


দিনের দ্বিতীয় পর্বে উদ্বোধন করা হয় “ টার্গেট ওয়েলনেস এন্ড ফিটনেস হাব'।যা মুগবসান অঞ্চলে স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার নতুন দিগন্ত উন্মোচিত করলো। বক্তারা জানান, এই জিম কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার প্রচেষ্টা নেওয়া হয়েছে, যা সমাজে এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি ডঃ দিলীপ চক্রবর্তী, এবং ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েতের প্রধান রওশনারা বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, কৃষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তাঁর বক্তব্যে বলেন,


> “আমাদের লক্ষ্য শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য—এই তিন ক্ষেত্রকে একত্রে এগিয়ে নিয়ে গিয়ে সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো।”


অনুষ্ঠানের শেষ পর্বে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনায় সকলের মন জয় করে নেয় স্থানীয় শিল্পীরা। উপস্থিত অতিথি ও দর্শকদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় সোসাইটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়।

উপস্থিত ছিলেন সোসাইটির অঞ্চল সভাপতি সেখ হাসানুর জামান, যুব সভাপতি সামীম হাসান প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক স্নেহাশিষ চৌধুরী।


দিনটি নিঃসন্দেহে মুগবসান তথা কেশপুর অঞ্চলের শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে এক স্মরণীয় অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিল।