Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব ভারতের বৃহত্তম সাইক্লোথনে কলকাতা , পূর্ব মেদিনীপুর , পূর্ব বর্ধমানের উল্লেখযোগ্য অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর...... Fit India Movement–এর অংশ হিসেবে Coal India Limited–এর উদ্যোগে এবং Loha Foundation ও Sports Authority of India–র আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘Kolkata Cyclothon 2025’, পূর্ব ভারতের সবচেয়ে ব…


নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর...... Fit India Movement–এর অংশ হিসেবে Coal India Limited–এর উদ্যোগে এবং Loha Foundation ও Sports Authority of India–র আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘Kolkata Cyclothon 2025’, পূর্ব ভারতের সবচেয়ে বড় সাইক্লোথন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাইকেলিস্টদের পাশাপাশি এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেন CARE OF KHEJURI NGO এবং Purba Medinipur Cycle Samaj–এর সদস্যরা।


পূর্ব মেদিনীপুর সাইকেল সমাজের প্রতিনিধি শুভ্রজিৎ পণ্ডা বলেন,

“প্রায় ৫০ জন সাইকেলিস্ট আমাদের গ্রুপ থেকে অংশ নেন। একই সঙ্গে সাইক্লিং নিয়ে যে এত সম্ভাবনা রয়েছে, তা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিকভাবে সাইক্লিংকে আরও স্পোর্টস হিসেবে গুরুত্ব দেওয়ার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই।”


ইভেন্টে উপস্থিত ছিলেন শ্রী কুনাল আগরওয়াল (IPS, IGP Traffic), অম্লান কুসুম ঘোষ (IPS, DC, Barrackpore Police Commissionerate), লক্ষ্মণ ডোংরি (Assistant Director, SAI), কমল কুর্মি (Coordinator, Fit India) এবং মেহের প্রকাশ তিওয়ারি (Loha Foundation)।


এছাড়াও পুর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব–এর সন্দীাপন সরকার, কলকাতা সাইকেল সমাজ–এর রঘু দাস-সহ পূর্ব ভারতের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০০–এরও বেশি সাইকেলিস্ট অংশ নেন এই মেগা ইভেন্টে।

আয়োজকদের মতে, ফিটনেস, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই সাইক্লোথন পূর্ব ভারতের ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন দিগন্তের সূচনা করল।