নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : প্রতি বছরের মতো পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ধারাবাহিক ভাবে পালিত হলো শিশু দিবস।প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক ভাবে শিশু দিবসের সূচনা করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : প্রতি বছরের মতো পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ধারাবাহিক ভাবে পালিত হলো শিশু দিবস।
প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক ভাবে শিশু দিবসের সূচনা করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রার্থনানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেডক্রসে সম্পাদক ড. গোলোক বিহারী মাজী, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, প্রার্থনানন্দজী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সরঙ্গি, শিশু চিকিৎসক ডাঃ টি পি ঘোষ প্ৰমুখ।
উল্লেখ্য গত ৬, ৭ও ৮ তারিখে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো ৩ টি বিভাগের ৭৫ জন উপস্থিত শিশু ও সেরা মায়েদের পুরস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন সভাধিপতি প্রতিভা মাইতি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, পরিচালন সমিতির সদস্যা ডাঃ শ্যামল পট্টনায়ক, আশিস চক্রবর্তী, অসিত বন্দোপাধ্যায়, কুনাল ব্যানার্জী, ডাঃ পি. কে. ভৌমিক, চিত্তরঞ্জন মুখার্জী, অনাদি জানা, অমিত কুমার সাহু, ড. নির্মলেন্দু দে, ডাঃ চিত্তরঞ্জন কুন্ডু, পঙ্কজ পাত্র, সুপ্রিয় বেরা, শীর্ষেন্দু শাসমল প্ৰমুখ।
অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্যের পাশাপাশি শিশুদের নৃত্য পরিবেশন ও করা হয়।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন জেলা রেডক্রসের কোষাধ্যক্ষ এডভোকেট দেবাশীষ দাস।
