Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবে কবি সম্মেলন ও সাহিত্য সভা

নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর.... মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একাদশ মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব।  এই উৎসবের অনুভব পাল মঞ্চে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন ও সাহিত্য সভা।এই কবি সম্মেলন ও সাহিত্য সভা…


নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর.... মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একাদশ মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব।  এই উৎসবের অনুভব পাল মঞ্চে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন ও সাহিত্য সভা।এই কবি সম্মেলন ও সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ করেন অবিভক্ত মেদিনীপুর জেলার ৫০ জন কবি এবং স্বরচিত গল্প পাঠ করেন পাঁচজন কবি। কবিতা পাঠ করেন অর্ণব পন্ডা, রামকৃষ্ণ মহাপাত্র, উত্তম বেহারা, লক্ষণ কর্মকার, তাপস মাইতি,অচিন্ত নন্দী, প্রফুল্ল পাল, বিরূপাক্ষ পন্ডা, বরুণ মন্ডল, রাজেশ্বরী ষড়ঙ্গী, মৌপর্ণা মুখোপাধ্যায়, খুকু ভুঁইয়া, অনিন্দিতা শাসমল, তপনজ্যোতি মাজি, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ মন্ডল, দোলন কর হাজরা, অলোক জানা, ডাঃ শান্তনু পাত্র, দুঃখানন্দ মন্ডল, দুর্বাদল মজুমদার, আকাশ রায়, মঙ্গল হাজরা, নিরঞ্জন জানা, তনুশ্রী ভট্টাচার্য, মৃণালকান্তি মাহাতো, সৌম্যদীপ চক্রবর্তী, সৌরভ সিংহ, অরুণজীব রায় সুনীল ভুঁইয়া, পরাগকান্তি দত্ত, লক্ষীকান্ত মন্ডল প্রমুখ।

সাঁওতালি ভাষায় কবিতা পড়েন কবি সুরেন্দ্রনাথ হেমব্রম। গল্প পাঠ করেন অনামিকা তেওয়ারি, নরেশ জানা, বিনোদ মন্ডল, বিশ্বজিৎ অধিকারী ও কাশীনাথ সাহা। মাঠ ভর্তি মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া।

বইমেলা কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মুকুলরঞ্জন রায়, সম্পাদক কুনাল ব্যানার্জী, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ, কবি সম্মেলন ও সাহিত্য সভার আহ্বায়ক ড. বিনয় চন্দ, সিদ্ধার্থ সাঁতরা, বিমান গুপ্ত, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, অধ্যাপক নারায়ণ মাইতি,বিদ্যুৎ পাল, অধ্যাপক অজিত বেরা,তারাপদ পাল, সাহিত্যিক অচিন্ত মারিক প্রমুখ।