Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘায় পর্যটকদের জন্য নতুন রক্ষাকবচ, হয়রানি রুখতে হেল্পলাইন চালু করল জেলা পুলিশ

দিঘা, কাজল মাইতি, দেশ মানুষ : উত্তাল সমুদ্রের ঢেউ হোক বা ঝাউবনের ছায়া— পর্যটকদের পছন্দের তালিকায় দীঘা বরাবরই প্রথম সারিতে। বর্ষবরণ কে সামনে রেখে জেলা পুলিশের তৎপরতা। ভিড়ের সুযোগ নিয়ে অনেক সময়ই পর্যটকদের নানা হয়রানির শিকার হতে হয়।…

 


দিঘা, কাজল মাইতি, দেশ মানুষ : 

উত্তাল সমুদ্রের ঢেউ হোক বা ঝাউবনের ছায়া— পর্যটকদের পছন্দের তালিকায় দীঘা বরাবরই প্রথম সারিতে। বর্ষবরণ কে সামনে রেখে জেলা পুলিশের তৎপরতা। ভিড়ের সুযোগ নিয়ে অনেক সময়ই পর্যটকদের নানা হয়রানির শিকার হতে হয়। কখনও হোটেল বুকিং নিয়ে প্রতারণা, কখনও আবার জিনিসপত্র হারানো বা স্থানীয় দুষ্কৃতীদের দাপট। পর্যটকদের সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করতে এবার বড়সড় পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালু করা হলো একটি বিশেষ ‘হেল্পলাইন নম্বর’।

জেলা পুলিশ সূত্রে খবর, দীঘায় বেড়াতে আসা ভ্রমণার্থীদের যে কোনও জরুরি প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ। এখন থেকে দীঘায় এসে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে পর্যটকদের আর এদিক-ওদিক ছুটতে হবে না। একটি ফোন কলেই মিলবে পুলিশের সহযোগিতা।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, পর্যটকদের দ্রুত সহায়তা প্রদানই এই পরিষেবার মূল লক্ষ্য। অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট থানা বা দায়িত্বরত পুলিশ আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নেবেন। মূলত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই বিশেষ হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে।


এক নজরে পুলিশের উদ্যোগ:

হেল্পলাইন নম্বর: ৭০৪৭৯৮৯৮০০

কখন ফোন করবেন: হেনস্থা, প্রতারণা, জিনিসপত্র চুরি, পথ হারানো বা যে কোনও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায়।

পর্যটকদের নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত ভ্রমণ উপহার দেওয়া।

দীঘার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পর্যটক— পুলিশের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই সক্রিয়তা সমুদ্রনগরীতে পর্যটনের পরিবেশ আরও উন্নত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জেলা পুলিশের বার্তা স্পষ্ট— "নির্ভয়ে দীঘা আসুন, আপনার সুরক্ষায় পাশে আছে পুলিশ।"