Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ধমানে২নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তি

পূর্ব বর্ধমানে 2নংজাতীয় সড়কের উপর
দুর্গাপুর কলকাতা মুখী একটি স্করপিও গাড়ি সরাসরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে,ঘটনা স্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে বেচারহাট কলোনীর কাছে। মৃত দুজনেই স্করপিওর মধ্যে ছিল।
স্থান…


পূর্ব বর্ধমানে 2নংজাতীয় সড়কের উপর
দুর্গাপুর কলকাতা মুখী একটি স্করপিও গাড়ি সরাসরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে,ঘটনা স্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে বেচারহাট কলোনীর কাছে। মৃত দুজনেই স্করপিওর মধ্যে ছিল।
স্থানীয় সূত্রে  জানা যায়, বেচার হাট কলোনীর ২নং জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লরি প্রায় ১৮ দিন ধরে দাঁড়িয়ে আছে। বেলা দশটা নাগাদ বিকট শব্দে চমকে উঠে সকলে।এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরেছে ওই স্করপিও। মৃত্যু হয়েছে ভেতরে থাকা  দুইজনের।পরে বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। তবে মৃতদের নাম পরিচয় জানা যায় নি। গাড়িতে থাকা ফাইল পত্র থেকে অনুমান করা হয়েছে তিনি একজন রোড কন্ট্রাক্টর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক দিন   লরিটি দাঁড়িয়ে আছে। কিন্তু জাতীয় সড়কের ধারে কেন, কি কারনেই বা দাঁড়িয়ে আছে,সেই বিষয়ে কোন তৎপরতা নেই জাতীয় সড়ক কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনের।