Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে ফুলের মেলা

পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই রকম ই এক মহতি উদ্যোগ পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ফুল ও পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে।
তম…

পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই রকম ই এক মহতি উদ্যোগ পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ফুল ও পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে।
তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক হাইস্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়ে ছে এই মেলা। মেলার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ। এ ছাড়াও উপস্থিত  ছিলেন তমলুকের পুর প্রধান রবীন্দ্রনাথ সেন, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ,ও স্থানীয় কাউন্সিলর  লীনা মাভৈ রায়।
জেলা শাসক পার্থ ঘোষ বলেন, সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।প্রকৃতির উপর এই কাজ আগামী প্রজন্মকে সচেতনতা করছে। অ্যসোসিয়েশনের সম্পাদক দিলীপ রায় বলেন,এবার মেলা একচল্লিশ বছরে পা দিল।মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা  রকম এর আনাজ ও পরিবেশ  বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে।এ ছাড়াও আছে পরিবেশ নিয়ে  আলোচনা। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়,শহরের যারা  এই মেলাতে অংশগ্রহন করতে পারেন নি অথচ বাড়ির ছাদে বাগান করেছেন তাদের ও সংবর্ধনা দেওয়া হবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।মেলা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত।