Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথমবার স্বস্ত্রীক সাগরদ্বীপে যাওয়ার পথে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : সংবাদদাতা : রাজ্যে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তবে বছরের শেষলগ্নে দাঁড়িয়ে কোনও রকম বিতর্কে নতুন করে জড়াতে চাইলেন না রাজ্যপাল।…


নিজস্ব প্রতিনিধি, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : সংবাদদাতা : রাজ্যে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তবে বছরের শেষলগ্নে দাঁড়িয়ে কোনও রকম বিতর্কে নতুন করে জড়াতে চাইলেন না রাজ্যপাল। রবিবার সস্ত্রীক সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে যাওয়ার পথে তিনি রাজ্যবাসীকে নতুন বছরের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সকালে তিনি হলদিয়া থেকে কোস্টগার্ড-এর হোভারক্র্যাফ্ট-এ চড়ে সাগর দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তিনি জানান, "সবাই ভালো থাকবেন"।এদিন রাজভবন থেকে সড়ক পথে হলদিয়া পৌঁছান রাজ্যপাল।

হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর অফিসে প্রায় একঘন্টা সময় কাটান। পরে হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর হোভারক্রাফ্টে চড়ে পরিবার নিয়ে গঙ্গাসাগর মেলায় গেলেন তিনি। এদিন হোভারক্রাফটের চড়ে সাগর যাওয়ার আগে সাংবাদিকদের জানালেন বড় প্রশ্ন নয়, সকলে খুব ভালো থাকবেন। সকলের ভালো কাটুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে নিয়ে গোটা এলাকা কড়ানিরাপত্তায় মুড়ে ফেলা হয়।