"এই সবিস্তার বাজেট আলোচনা শুধুমাত্র সুবিধাবাদী বন্ধু শিল্পপতি ও অতি ধনীদের জন্যই সংরক্ষিত। কৃষক ছাত্র মহিলা রাস্ট্রায়ত্ত কর্মী ছোট ব্যবসায়ী বা মধ্যবিত্ত করদাতাদের কথা শোনার কোন আগ্রহ নেই"। মোদির
টুইটে পোস্ট করা আম্মা…
"এই সবিস্তার বাজেট আলোচনা শুধুমাত্র সুবিধাবাদী বন্ধু শিল্পপতি ও অতি ধনীদের জন্যই সংরক্ষিত। কৃষক ছাত্র মহিলা রাস্ট্রায়ত্ত কর্মী ছোট ব্যবসায়ী বা মধ্যবিত্ত করদাতাদের কথা শোনার কোন আগ্রহ নেই"। মোদির
টুইটে পোস্ট করা আম্মানী টাটা আদানির সঙ্গে এবং নীতি আয়োগের বৈঠক ছবি পাশাপাশি রেখে দাবি করেন রাহুল গান্ধী। এক প্রশ্নের উত্তরে বলেন "এই সবিস্তার বাজেট আলোচনা মাত্র সুবিধাবাদী বন্ধু শিল্পপতি ও অতি ধনীদের জন্যই সংরক্ষিত আমাদের কৃষক বন্ধু ছাত্র যুবক মহিলা ছোট ব্যবসায়ী বা মধ্যবিত্ত করদাতাদের কথা সোনার কোন আগ্রহই নেই "।
এ বছরের বাজেট যখন মোদির বাজেট হতে চলেছে বলে খোদ সরকারি প্রমাণ করার চেষ্টা করছে সেই সময় রাহুল গান্ধী এটিকে "সুট বুট" বাজেট বলে আখ্যা দিয়েছেন।দলের নেতাদের রাহুল এটাই বোঝাতে চেয়েছেন কংগ্রেস গরিবের পাশে, মোদি ধনীর পক্ষে।নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি যখন মেরুকরণের রাজনীতি করতে শুরু করেছেন তখন রাহুল গান্ধী সরকার গরিব এর বিপক্ষে বলে দাবি করেন।কাগজপত্র না থাকা গরীবকে নাগরিকত্ব প্রমাণের নামে হেনস্তা করবে মোদি সরকার।
প্রসংগত গত মাস থেকে বেহাল অর্থনীতির
হাল ধরেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। বড় বড় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। দেখা করেছেন অর্থনীতিবীদ বিশেষজ্ঞদের সঙ্গে। তাদের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন টুইটারে।।