রক্তের সংকট মেটাতে পুলিশ সুপার নিজেই রক্তদান করলেন।।
গরমের সময় রক্তের বেশকিছুটা চাহিদা থাকে। তার ওপর গোটা ভারতবর্ষের জুড়ে চলছে লকডাউন। করোনাভাইরাস কে মোকাবেলা করতে লকডাউন একমাত্র পন্থা। সাধারণ মানুষ যখন গৃহবন্দি। তখনই দেখা যায…
রক্তের সংকট মেটাতে পুলিশ সুপার নিজেই রক্তদান করলেন।।
গরমের সময় রক্তের বেশকিছুটা চাহিদা থাকে। তার ওপর গোটা ভারতবর্ষের জুড়ে চলছে লকডাউন। করোনাভাইরাস কে মোকাবেলা করতে লকডাউন একমাত্র পন্থা। সাধারণ মানুষ যখন গৃহবন্দি। তখনই দেখা যায় রক্তের চাহিদা। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে খুব একটা রক্তদান শিবির হচ্ছে না। এগিয়ে এলেন তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। 31 তম প্রতিষ্ঠা দিবস পালন করল তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। রক্তদান অনুষ্ঠানে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি। তিনি নিজেই রক্তদান করলেন। এবং স্বেচ্ছাসেবী সংগঠন কে শুভেচ্ছা জানালেন। পূর্ব মেদিনীপুর জেলার জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক অফিসে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্তরের প্রায় 40 থেকে 45 জন রক্ত দান করেন। গরমকালে যে টুকু রক্তের চাহিদা বাড়ে, সেই কারণেই পুলিশ সুপার নিজেই এগিয়ে এলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।আবারো পুলিশের মানবিক দিক দেখতে পেল সাধারণ মানুষ।