Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকার সাপ্তাহিক প্রতিযোগিতা

সাপ্তাহিক সেরা পাঁচ পর্ব-০২ বিভাগঃ- কবিতা  শিরোনামঃ " পরহিতেই পরমসুখ " কবিঃ সনাতন কুন্ডু  তারিখঃ- 17-03-2020
             " পরহিতেই পরমসুখ "
বিবেক আজ ভূ-লুণ্ঠিত ধ্বংস মানবিকতার ঘর দুনিয়াটা আজ আমিত্বে ভরা সব হ…



সাপ্তাহিক সেরা পাঁচ পর্ব-০২
বিভাগঃ- কবিতা 
শিরোনামঃ " পরহিতেই পরমসুখ "
কবিঃ সনাতন কুন্ডু 
তারিখঃ- 17-03-2020

             " পরহিতেই পরমসুখ "

বিবেক আজ ভূ-লুণ্ঠিত ধ্বংস মানবিকতার ঘর
দুনিয়াটা আজ আমিত্বে ভরা সব হয়েছে স্বার্থপর।
কেউ নেই হাত বাড়িয়ে দিতে একে অপরের তরে 
প্রয়োজনটুকু ফুরিয়ে গেলেই নিঃশব্দে কেটে পড়ে ।।

মানুষ আজকে নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে
যত ভাইবোন পরিজন ব্যস্ত স্বার্থের প্রাসাদ গড়তে ।
অপরের ব্যথা বেদনার মাঝে কেই বা থাকতে চায় 
আমিত্বে ভরা ওই সুখের মাঝে কোনো আনন্দ নাই।।

পরহিতেও যে পরমসুখ আছে সেই উপলব্ধি আসে
স্বার্থপরতা ভুলে গিয়ে যদি থাকে সদা দীনের পাশে।
অপরের সুখে দুঃখে যে জন সঁপে সময় সারাক্ষণ 
নিজ দুঃখ ব্যথা বেদনা যায় ছাড়ি হয় সদা মুক্তমন।।

আমরা মানুষ শুধু ভাবি পেলেই সুখটা আসে প্রাণে 
ভাবিনা কেহ একবারও মোরা সুখ পাওয়া যায় দানে।
থাকলে সর্বদা চিন্তায় মনটা শুধু সারাক্ষণ পরহিতে
আপন দুঃখ ব্যথা বেদনা কষ্ট আসবে কোন পথেতে।।

কতনা দুঃখ ব্যথা বেদনা কষ্ট জমা আছে ওই প্রাণে 
স্বার্থের জালে বন্দী জীবন টাটা আম্বানিরাই জানে।
দীন দুঃখীদের তরে চিন্তাধারা ছিল যাঁদের অবিরত 
শান্তির প্রতীক নিবেদিতা টেরেজার দুঃখ অস্তমিত ।।

আপন দুঃখ দূর করে যদি চাই উন্নত জীবনযাত্রা
আসুন সবাই একটু কমায় নিজ স্বার্থপরতার মাত্রা ।
বিবেক সুতোয় সকল সুখের ফুলগুলিকে পৃথিবীতে
মনুষ্যত্বের সূচে সকলে সেগুলিকে সযত্নে রাখি গেঁথে 

                     -------------0-------------