Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত।ডাউনিং স্ট্রিটের ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে যে, বরিস জনসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন যে, কিছু পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে তাঁকে।গত ২৬ মার্চ বরিস জনস…



ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত।ডাউনিং স্ট্রিটের ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে যে, বরিস জনসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন যে, কিছু পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে তাঁকে।গত ২৬ মার্চ বরিস জনসন করোনায় আক্রান্ত হন।আগের থেকে তিনি অনেক সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।
বরিস জনসন ছাড়াও তাঁর অফিসের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক এবং জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসও করোনায় আক্রান্ত। উল্লেখ্য, ব্রিটেনে প্রায় ৪৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজারের।

এরইমধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় বরিস জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডসের। এই ভাইরাস আক্রান্তের কথা নিজেই টুইট করেছেন কেরি সাইমন্ডস। সেই টুইটে তিনি লিখেছেন যে, ‘গত সপ্তাহটি আমি করোনা ভাইরাসের মূল উপসর্গ নিয়েই বিছানায় শয্যাশায়ী ছিলাম। এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরে আমি ফের আগের মতন শক্তি ফিরে পেয়েছি। এখন অনেকটা সুস্থ আছি।’ তিনি জানান, বরিসের করোনা পজেটিভ আসার পর থেকে একসঙ্গে থাকছেন না তাঁরা। এরমধ্যে হাসপাতালে ভর্তি হতে হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরিস জনসনের আরোগ্য কামনা করে জানিয়েছেন, "তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রত্যেক আমেরিকাবাসী প্রার্থনা করছেন"।