Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

★জীবন-তরনী★
*******************
          # স্বপন কুমার সরকার#

বালির বাঁধে ঠেকানো যায় না
         জলের স্রোতধারা;
 মন মাঝির বাঁধন মানে না-
        মনের গতি বাঁধনহারা।

স্রোতস্বিনী নদীর বুকে ভাসে,
         নৌকো জীবন হারা;
স্রোতের …


★জীবন-তরনী★
*******************
          # স্বপন কুমার সরকার#

বালির বাঁধে ঠেকানো যায় না
         জলের স্রোতধারা;
 মন মাঝির বাঁধন মানে না-
        মনের গতি বাঁধনহারা।

স্রোতস্বিনী নদীর বুকে ভাসে,
         নৌকো জীবন হারা;
স্রোতের টানেই প্রাণ ফিরে পায়
         তার নিঃশ্বাস জলধারা।

এপারের যাত্রীসব পাগলপারা
         ও পারের নেশায়;
বুকের ব্যথা বুকে নিয়েই-
         নৌকো এগিয়ে যায়।

গন্ত্বব্যের গন্ধ পেয়ে-আত্মহারা
      যারা যায়, ফিরে দেখেনা
নৌকো, মাঝির ঘায়ে পিঠ পাতে,
      নিঃস্ব,টু-শব্দটি করেনা।

জীবনটা ঠিক্ নৌকার মতোই
      দায়িত্ব যাত্রীর বোঝা;
হাসি মুখে বহন করতে পারে
     রিক্ততা-ই প্রাপ্ত সাজা।