করোনা মোকাবিলায় এগিয়ে এলো সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মি সংগঠনের পটাশপুর ২ নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মি ( VRP) সংগঠন, বৃহস্পতিবার এই সংগঠনের পক্ষ থেকে unit এর সভাপতি মাননীয় সঞ্জীব মাইতি, সহসভাপতি উৎপল বিকাশ দাস, সম্পাদিকা প্রত…
করোনা মোকাবিলায় এগিয়ে এলো সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মি সংগঠনের পটাশপুর ২ নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মি ( VRP) সংগঠন, বৃহস্পতিবার এই সংগঠনের পক্ষ থেকে unit এর সভাপতি মাননীয় সঞ্জীব মাইতি, সহসভাপতি উৎপল বিকাশ দাস, সম্পাদিকা প্রতিমা দাস, জেলা কমিটির সহসভাপতি বিশ্বজিৎ দাস মহাপাত্র ও ৭ টি অঞ্চলের সুপারভাইজারের উপস্থিতে করোনা ভাইরাস মোকাবিলায় WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND এ মাননীয় সমস্টি উন্নয়ন আধিকারিক মধুমালা নন্দী, যুগ্ম সমস্টি উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ মন্ডল ও পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় চন্দন সাউ মহাসয়ের হাতে online payment এর ৩০০০০.০০ ( ত্রিশ হাজার ) টাকার রসিদ তুলে দেওয়া হয়.
এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় ব্লকের ৭ টি অঞ্চলের ৬৩ জন গ্রামীণ সম্পদ কর্মীরা নিজেদের জিবনের ঝুঁকি নিয়ে ডেঙ্গু ও COVID -19 এর কাজ নিস্টার সঙ্গে কাজ করে চলেছে।