সর্বদলীয় বৈঠক এবং ২৯ দফা দাবি নিয়ে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট।।
দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে, রাজ্যেও সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে জেলায় সর্বদলীয় বৈঠক ডাকছে না কেন জেলা প্রশাসন ত…
সর্বদলীয় বৈঠক এবং ২৯ দফা দাবি নিয়ে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট।।
দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে, রাজ্যেও সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে জেলায় সর্বদলীয় বৈঠক ডাকছে না কেন জেলা প্রশাসন তা নিয়েই জেলা বামফ্রন্ট জেলাশাসকের দপ্তরে হাজির হলেন ২৯ দফা দাবি নিয়ে। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলী, তমলুকের বিধায়ক অশোক দিন্দা , আরএসপির জেলা সম্পাদক অমৃত মাইতি সহ বামফ্রন্টের নেতৃত্বরা।
লকডাউন এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দেড় হাজার শ্রমিক বাইরে রয়েছে, সেইসব শ্রমিকদের নামের তালিকা জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। বাইরের রাজ্য থেকে যে সমস্ত পরিচয় শ্রমিক বিভিন্ন এলাকায় রয়েছে তাদের স্ক্রিনিং অপ্রয়োজনে চিকিৎসা ও প্রতিরোধ মূলক ব্যবস্থা প্রশাসনকে গ্রহণ করতে হবে, লক ডাউন এর জন্য প্রয়োজনীয় ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ক্রমশ বাড়ছে কালোবাজারির সম্ভাবনা তৈরি হচ্ছে। এখনইপ্রশাসনকে জরুরী ভিত্তিতে হস্তক্ষেপও পদক্ষেপ করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশিরভাগ নার্সিংহোম বন্ধ রয়েছে ফলে অন্যান্য রোগীরা পরিষেবা পাচ্ছেনা। ঔষধ দোকান, রেশন ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক দাবি জানালেন জেলাশাসক পার্থ ঘোষ কে।