Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

ডিপ্লোম্যাট
____________

একমনে নিচু হয়ে নান্দনিক ভাবে
কিছু সবজি  কিনছিল লোকটা -
টাটকা না বাসি , আর বাসি হলে ও কতদিনের
সেটা মাপছিলো ,
মুখে তার  প্রাগৈতিহাসিক প্রশান্তি।
বেশ  একটা ভালো দাঁও জিতলো সে
কিছু ভালো সবজি কিনে। 

যেখানে প্…


ডিপ্লোম্যাট
____________

একমনে নিচু হয়ে নান্দনিক ভাবে
কিছু সবজি  কিনছিল লোকটা -
টাটকা না বাসি , আর বাসি হলে ও কতদিনের
সেটা মাপছিলো ,
মুখে তার  প্রাগৈতিহাসিক প্রশান্তি।
বেশ  একটা ভালো দাঁও জিতলো সে
কিছু ভালো সবজি কিনে। 

যেখানে প্রতিদিন  মানুষের কাছে ঠকে  যাচ্ছে মানুষ ,
তথাকথিত ডিপ্লোম্যাট সত্যির ঘায়ে যেখানে মিথ্যেরাও
মুখ লুকোবার জায়গা পায়না -
সেই পৃথিবীতে চমৎকার একটা সফল বাজার করার আনন্দে
লোকটা, 
লোকটার চোখেমুখে
ভোরবেলাকার শিশির।

ঘিরে ফিরলেই  ভাঙা ছাদের  কোনা  থেকে হয়তো
প্রতিবেশীরা উঁকিঝুঁকি দেবে ,
হয়তো ছেঁড়া বইয়ের মলাটের ভেতর থেকে
জুলজুল করে তাকিয়ে থাকবে মেয়েটা
খিটখিট খিটখিট করবে বউ। 
পরের দিনের  বাজারের  পয়সা নেই  বলে অনুযোগ করবে।

রাতের অতৃপ্তিগুলো বাসনকোসনের   মতো ঝন ঝন করে  উঠবে
কথায়   কাজে
রাতের অতৃপ্তিগুলো যখন তখন ছড়িয়ে পরবে
আনাচে কানাচে। 

কিন্তু তার থেকে ও বড়ো  সত্যি
দমদম জংশনের  চার নম্বর প্লাটফর্মে নিচু হয়ে
একমনে কিছু টাটকা সবজি কিনছিল ,
আপাদমস্তক প্রসন্ন ছা পোষা একটা লোক।

ডিপ্লোম্যাট পৃথিবী তে
একজন মেঠো  শ্রমিকের কাছ থেকে বাজার করছে
আপাত সৎ একজন রংচটা মানুষ। 

শ্রীপর্ণা