অন্য কাজ না থাকায় মাক্স তৈরীর কাজে হাত লাগিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।।
তমলুকের পিপুলবেড়িয়া-১ কনক মুখার্জি সংঘ প্রাথমিক বহুমুখী মহিলা সমবায় সমিতি লিঃ এর প্রায় ২০- ২২ জন মহিলা গত দেড় মাস ধরে দিনরাত্রি এক করে মাক্স বানি…
অন্য কাজ না থাকায় মাক্স তৈরীর কাজে হাত লাগিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।।
তমলুকের পিপুলবেড়িয়া-১ কনক মুখার্জি সংঘ প্রাথমিক বহুমুখী মহিলা সমবায় সমিতি লিঃ এর প্রায় ২০- ২২ জন মহিলা গত দেড় মাস ধরে দিনরাত্রি এক করে মাক্স বানিয়ে চলেছে। এই সমবায় সমিতির মহিলারা মাশরুম চাষ, আচার তৈরি করা, চানাচুর, ছোটদের পোশাক, মেয়েদের পোশাক সহ বিভিন্ন কাজ করে থাকতো। কিন্তু লকডাউন এর ফলে দীর্ঘ দু'মাস প্রায় কাজ বন্ধ। এই সমবায় সমিতির মহিলারা চিন্তা ভাবনা করে মাক্স তৈরীর কাজে হাত দেন। কেননা সমাজে প্রতিটি মানুষকে বাইরে বেরোতে হলে মাক্স অতি প্রয়োজনীয়। করোনা ভাইরাস এর মোকাবিলা করতে যখন মাক্স প্রতিটি মানুষকে ব্যবহার করতে হবে। তাই বসে না থেকে মাক্স তৈরীর কাজে লেগে পড়ে মহিলারা গত দেড় মাস আগে। এখনো পর্যন্ত প্রায় 18 হাজার মাক্স তৈরি করে ফেলেছে। যার মধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর, গ্রাম উন্নোয়ন বিভাগ, বিদ্যুৎ দপ্তর, নার্সিংহোম সহ বিভিন্ন জায়গায় মাক্স সাপ্লাই দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে আরো মাক্স তৈরীর অর্ডার এসেছে। সুতির তৈরি প্রতিটি মাক্স এর দাম 22 টাকা। আগামী দিনে প্রতিটি স্ব-সহায়ক দলের পরিবার আর পরিবারের সদস্য বা মানুষজন প্রত্যেকেই যদি মাক্স ব্যবহার করে থাকে তাহলে কখনোই আমাদের দেশ, রাজ্য বা জেলা রেড এবং অরেঞ্জ হবে না আমরা সব সময় গ্রীনেতেই থাকবো এমনটাই জানালেন স্ব- সহায়ক দলের মাক্স তৈরীর মহিলা কর্মী মালবিকা দাস প্রামানিক।
