Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

আস্থাহীন অস্তাচল /দেবাশীষ
####################

পরিযায়ী এখন পাঠ্যবিলাস,
বৈষ্ণবের পদাবলী আর নগরের সংকীর্তন,
জন্মের দিনলিপি যেখানে সময়ের পাটিগণিত!
সেখানে কে রেখেছে খবর?
দিন বদলের আহ্নিকের এই সমকাল।

দিবস দিয়েছে অন্ধকার আর রাত্রি কেড়…


আস্থাহীন অস্তাচল /দেবাশীষ
####################

পরিযায়ী এখন পাঠ্যবিলাস,
বৈষ্ণবের পদাবলী আর নগরের সংকীর্তন,
জন্মের দিনলিপি যেখানে সময়ের পাটিগণিত!
সেখানে কে রেখেছে খবর?
দিন বদলের আহ্নিকের এই সমকাল।

দিবস দিয়েছে অন্ধকার আর রাত্রি কেড়েছে ঘুম,
ধূসরময় গলিপথ,শুধু পথ চলা....
লোহায় বাঁধানো দু'সারি সমান্তরাল রেলপথ..
অশেষ সীমাহীন অন্তকাল অতিক্রম.....
কোলের শিশু কেঁদে ওঠে অনাহারে.....
কবে হারিয়ে গেছে সেই দুধেল শৈশব....
কেউ যে খবর রাখেনা!

বেলা বাড়ে.... বেলা যায়, টসটসে যন্ত্রনা,
বেড়ে যায় আকুল আকুতি বারবার,
ভেজা চোখ দিপ্তময়,বিশ্বাস অনড়...
ঘুম চোখ,শব্দহীন শুধুই শবের মিছিল,
পরিকল্পনা, ঠেলাঠেলি, দোষী আর বিদুষী......
কেও জানেনা,মনে নেই-মানা নেই....
ভোটের বাস্কের রঙ শুধু হার আর জিত।

বন্যা হয় প্লাবনে আর ভাষণে,তবুও....
ভিজে যায় প্রতিশ্রুতি অথর্ব অনলে,
আসে যায় গুনতির ভোট,মানুষে প্রেম....
ভাত নেই,ছেঁড়া রুটি, শুকনো কবচ,
এভাবে গোনা দিন সময়ের যাপন।

কতোকাল,কতদূর, সময়ের বাহিত বেলা..
নাটুকে যুদ্ধ যুদ্ধ খেলায় উন্মুক্ত অবক্ষের
বেলা বয়ে যায়,রাত দিনের স্বপ্নজাল,
এভাবেই বোধহয় বেঁচে থাকার প্রাত্যহিকী,
অন্তনীল আবেশিত  আন্দোলিত সমকাল।

এভাবেই একদিন গুনে গুনে বিবেচিত দিবস....
হারিয়ে যাবে বিবর্তিত আবেদনীয় আহ্বান,
একদিন ধ্বংস হবে সভ্যতা অলীক ভাবনা নিয়ে,
চলে যাবো, সব ভ্রান্তির অবশেষে, নি:সহতায়
বিলিন হতে হয় পঞ্চভুতে আস্থাহীন অস্তাচলে।।
       
          ################